আহলে বাইত বার্তা সংস্থা –আবনা- : সন্ত্রাসী সংগঠন বোকো হারামের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। যা দেখে স্পষ্ট হয়েছে যে, নাইজেরিয়ার অপহৃত কিশোরিরা বেঁচে আছে।
ফরাসি বার্তা সংস্থা জানিয়েছে, সন্ত্রাসী সংগঠন বোকো হারাম কর্তৃক সিএনএনকে পাঠানো ভিডিও থেকে এটাই প্রমাণিত হয় যে, সন্ত্রাসী এ সংগঠন যে কিশোরদেরকে অপহরণ করেছিল তারা বেঁচে আছে।
ঐ ভিডিওতে অপহৃত কিশোরিরা মাথায় হিজাব পরে নিজেদের নাম উল্লেখ করে বলছে, ‘তাদেরকে চিবুক থেকে অপহরণ করা হয়েছে’। ইতিমধ্যে ঐ ভিডিও দেখে দু’জন নারী তাদের অপহৃত মেয়েদেরকে চিহ্নিত করেছে।
এদিকে সিএনএন জানিয়েছে, ভিডিওটি গত বছরের ২৫শে ডিসেম্বর ধারণ করা হয়েছে। ঐ কিশোরিদের অপহরণের পর এটাই ছিল তাদের প্রথম ভিডিও যার মাধ্যমে তাদের বেঁচে থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেল।
২ বছর আগে নাইজেরিয়ার উত্তর-পূর্বে অবস্থিত চিবুক অঞ্চলের একটি ডে-নাইট স্কুল থেকে ২৭৬ জন কিশোরিকে অপহরণ করে বোকো হারাম সন্ত্রাসীরা। সম্প্রতি ঐ ছাত্রীদেরকে মুক্ত করার জন্য সাড়ে ৩ কোটি পাউন্ড মুক্তিপণ দাবী করেছে সন্ত্রাসী এ সংগঠন।
নাইজেরিয়া, ক্যামেরুন ও চাদসহ বেশ কয়েকটি দেশে তৎপর বোকো হারাম সন্ত্রাসী সংগঠন ২০০২ সালে গঠিত হয়। শুরুতে আল-কায়েদার সাথে সম্পৃক্ত থাকলেও ২০১৫ সালের মার্চ মাসে তাকফিরি সংগঠন দায়েশ (আইএসআইএল)-এর প্রধান আবু বাকার আল-বাগদাদির সাথে বাইয়াত করে নিজেদের নামটিও পরিবর্তন করে নেয় বোকো হারাম।#