আবনা ডেস্ক : ইরানের প্রভাবশালী নেতা ও বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ আহমাদ জান্নাতি বলেছেন, ‘হয় আমাদের শর্তগুলো মেনে নাও অথবা ইরান-বিরোধী হুমকি অব্যাহত থাকবে’ বলে আমেরিকাসহ পশ্চিমা শক্তিগুলো যে বলদর্পিতা দেখাচ্ছে ইরানি জাতি তা কখনও মেনে নেবে না।
আজ তেহরানের জুমা নামাজের খোতবায় তিনি এই মন্তব্য করেছেন।
আয়াতুল্লাহ জান্নাতি বলেন, ইরানের বিপ্লবী জনগণ যে কোনো অবস্থায় আধিপত্যকামী শক্তিগুলোর অবৈধ দাবির মোকাবেলায় রুখে দাঁড়াবে।
তিনি আরও বলেছেন, আমেরিকার হুমকি ও নানা নিষেধাজ্ঞা মোকাবেলার একমাত্র পথ হল অর্থনৈতিক উন্নয়ন ও সামরিক শক্তি বাড়ানো।
কোনো কোনো দেশ জ্বালানী তেলের দাম কমিয়ে রাখার ষড়যন্ত্র করছে বলে আয়াতুল্লাহ জান্নাতি মন্তব্য করেন। তিনি এ প্রসঙ্গে বলেন, তাদের এই শত্রুতার একমাত্র উদ্দেশ্য হল ইসলামী প্রজাতন্ত্র ইরানের ওপর আঘাত হানা এবং ইরানি জাতির অগ্রগতিতে বাধা সৃষ্টি করা, কিন্তু ইরানি জাতি গত ৩৭ বছর ধরে যেভাবে জাতীয় স্বার্থ ও ইসলামী বিপ্লবের আদর্শকে রক্ষা করে এসেছে এখনও সেভাবেই তারা সব শক্তি দিয়ে ইরানের ওপর যে কোনো আঁচড় দেয়ার প্রচেষ্টা বানচাল করবে।
তেহরানের জুমা নামাজের অস্থায়ী খতিব মধ্যপ্রাচ্যের কোনো কোনো দেশে সহিংসতা চলতে থাকায় উদ্বেগ প্রকাশ করেন এবং মুসলিম জাতিগুলোর বিরোধী শত্রুদের সব ষড়যন্ত্র ব্যর্থ ও তাদের দেশগুলোতে সহিংসতার অবসান ঘটবে বলে আশা প্রকাশ করবেন।#
source : abna24