আবনা ডেস্ক : তেহরানের জুমার নামাজের খতিব আয়াতুল্লাহ সাইয়্যেদ আহমাদ খাতামি আমেরিকায় ইরানের ২০০ কোটি ডলার বাজেয়াপ্ত করার ঘটনাকে স্রেফ ডাকাতি হিসেবে অভিহিত করে বলেছেন, এটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। তিনি আজ জুমার নামাজের খুতবায় এ কথা বলেছেন।
আয়াতুল্লাহ খাতামি ইরানের অর্থ বাজেয়াপ্ত করার বিষয়ে মার্কিন আদালতের পদক্ষেপের প্রতিক্রিয়ায় আরো বলেছেন, ইসলামি ইরানের কর্মকর্তারা তাদের অর্থ-িসম্পদ লুট করার সুযোগ কাউকে দেবে না এবং আমেরিকার কাছ থেকে আটককৃত অর্থ ফিরিয়ে আনা হবে।
ইরানি হাজিদের বিরুদ্ধে সৌদি আরবের ষড়যন্ত্রের সমালোচনা করে জুমা নামাজের খতিব বলেন, মক্কা ও মদিনা শহর সারা বিশ্বের মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ। এ অবস্থায় সৌদি কর্মকর্তারা এ পবিত্র স্থানগুলোতে ইরানিদের প্রবেশে বাধা দিতে পারে না।
তিনি মধ্যপ্রাচ্যের ঘটনাবলীতে সৌদি নীতির সমালোচনা করে বলেন, সৌদি আরব ইসরাইলের পক্ষ নিয়ে একদিকে বাহরাইন ও ইয়েমেনের জনগণের বিরুদ্ধে যুদ্ধ করছে; অন্যদিকে সিরিয়ায় তৎপর সন্ত্রাসীদের মদদ দিচ্ছে।#
source : abna24