আহলে বাইত বার্তা সংস্থা –আবনা- : সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শিয়া অধ্যুষিত আল-আহসা শহরের একটি থানার পাশে বোমা বিস্ফোরণ ও গোলাগুলির তথ্য প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম। গতরাতে আ
আহলে বাইত বার্তা সংস্থা –আবনা- : সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শিয়া অধ্যুষিত আল-আহসা শহরের একটি থানার পাশে বোমা বিস্ফোরণ ও গোলাগুলির তথ্য প্রকাশ করেছে দেশটির গণমাধ্যম।
গতরাতে আল-আহসা শহরের ‘মাহাসিন’ এলাকায় এ বিস্ফোরণ ঘটে। এতে একজন পুলিশ আহত এবং পুলিশের দু’টি গাড়ী ক্ষতিগ্রস্থ হয়েছে।
ঐ থানাকে লক্ষ্য করে অজ্ঞাত ব্যক্তিরা গুলি চালিয়েছে বলেও জানিয়েছে সৌদি গণমাধ্যম।
সূত্রটি জানিয়েছে, থানাকে লক্ষ্য করে গুলি চালানোর পর দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এ প্রতিবেদনের ভিত্তিতে, আহত ঐ পুলিশ সার্জেন্টের নাম মুহাম্মাদ আল-আসসাফ। হামলায় পুলিশের দু’টি গাড়ীতে আগুন ধরে যায়।
এদিকে, আইএসআইএল সন্ত্রাসী গোষ্ঠি আজ (শুক্রবার, ২৯ এপ্রিল) এ হামলার দায় স্বীকার করেছে।#
source : abna24