আহলে বাইত বার্তা সংস্থা –আবনা- : বাহরাইনের জামিয়াতুল আমাল আল-ইসলামি’র (আমাল পার্টি) চেয়ারম্যান, স্বৈরাচারী আলে খলিফা সরকারের কারাগারে দীর্ঘ ৫ বছর রুদ্ধ থাকার পর গতকাল (শনিবার, ৩০ এপ্রিল) মুক্তি পেয়েছেন।
২০১১ সালে ‘শাইখ মুহাম্মাদ আলী আল-মাহফুজ’কে ১০ বছর কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এ বিষয়ে বাহরাইনের সুপ্রিম কোর্টে আপিলের ভিত্তিতে ঐ রায়কে পূণর্বিবেচনার আওতায় এনে ১০ বছরের সাজাকে কমিয়ে ৫ বছরে আনা হয়।
সংগ্রামী আলেম ‘শাইখ মুহাম্মাদ আলী আল-মাহফুজ’র উপর জু (Juw) সেন্ট্রাল জেলে বিভিন্নভাবে শারীরীক ও মানসিক নির্যাতন করা হয়েছে।
‘শাইখ মাহফুজে’র মুক্তির আগে এ মুভমেন্টের অপর নেতা ‘শাইখ জাসেম আদ-দামিস্তানি’ ও ‘সৈয়দ মাহদ হাদি আল-মুসাভি’কেও মুক্তি দেয়া হয়।
উল্লেখ্য, ২০১১ সালে জামিয়াতুল আমালা আল-ইসলামি’র নেতাদের গ্রেপ্তারের সাথে সাথে ইসলামি এ মুভমেন্টকে নিষিদ্ধ ঘোষণা করে বাহরাইনের স্বৈরাচারী সরকার।#