বাঙ্গালী
Wednesday 1st of May 2024
0
نفر 0

মোকতাদা সদরের সমর্থকদের দখলে ইরাকের পার্লামেন্ট (ছবি)

মোকতাদা আল সদরের সমর্থকরা ইরাকের পার্লামেন্ট দখল করে নিয়েছে। আহলে বাইত বার্তা সংস্থা –আবনা- : ইরাকের রাজধানী বাগদাদের সুরক্ষিত পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েছে মোকতাদা আল-সদরের শত শত সমর্থক। ইরাকি পার্লামেন্টে অচলাবস্থার প্রতিবাদেই মোকতাদা আল-সদরের সমর্থকরা এ বিক্ষোভে যোগ দেয়।
মোকতাদা সদরের সমর্থকদের দখলে ইরাকের পার্লামেন্ট (ছবি)
মোকতাদা আল সদরের সমর্থকরা ইরাকের পার্লামেন্ট দখল করে নিয়েছে।

হলে বাইত বার্তা সংস্থা –আবনা- : ইরাকের রাজধানী বাগদাদের সুরক্ষিত পার্লামেন্ট ভবনে ঢুকে পড়েছে মোকতাদা আল-সদরের শত শত সমর্থক। ইরাকি পার্লামেন্টে অচলাবস্থার প্রতিবাদেই মোকতাদা আল-সদরের সমর্থকরা এ বিক্ষোভে যোগ দেয়।

আল-সদরের সমর্থকরা গ্রিন জোনের ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এ ঘটনার পর বাগদাদে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবন তছনছ করছে বলে খবর পাওয়া যায়। যেসব এমপি পার্লামেন্ট ভবন ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন, বিক্ষোভকারীরা তাদের বাধা দেন। এ সময় বিক্ষোভকারীদের হাতে প্রহৃত হয়েছেন পার্লামেন্টের সদস্য ‘আম্মার তা’মাহ’। বিক্ষোভকারীরা পার্লামেন্টের সদস্যদের বেশ কয়েকটি গাড়ীও ভাংচুর করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, মোকতাদা আল-সদর ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির ওপর চাপ দিচ্ছেন মন্ত্রিপরিষদের সদস্যদের বরখাস্ত করে দল নিরপেক্ষ টেকনোক্র্যাটদের মন্ত্রী হিসেবে নিয়োগ দিতে। কিন্তু এর বিপক্ষে রাজনৈতিক দলগুলো। আর এ নিয়েই পার্লামেন্টে অচলাবস্থা চলছে।

ইতিপূর্বে বিক্ষোভকারীরা তাদের দাবী পূরণের লক্ষ্যে বাগদাদের গ্রিনজোনের মূল প্রবেশস্থলের পেছনে অনশন বসে। পরবর্তীতে সরকার ও পার্লামেন্টের প্রতিশ্রুতিতে তারা অনশন ভঙ্গ করলেও তাদের দাবী পূরণ না হওয়া তারা এ বিক্ষোভ করেছে।

গত সপ্তাহের শুরুতেও হাজার হাজার মানুষ বাগদাদের গ্রিন জোন অভিমুখে মিছিল করে।#


source : abna24
0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

ভারতের বিরুদ্ধে পরমাণু বোমা ...
ধরা পড়ল আইএসআইএলে প্রশিক্ষিত ...
চলে গেলেন আয়াতুল্লাহ শাহরুখি
শিকাগোতে কৃষ্ণাঙ্গ কিশোর হত্যার ...
নগরনো-কারাবাখে একতরফা ...
ইয়েমেনে হামলাকারী সৌদি সেনাদের ...
মুসলিম বোন ও পর্দার হুকুম
সূরা ইউনুস;(৯ম পর্ব)
খুলে দেয়া হল হিন্দু এলাকার একটি ...
মিসরে তাপদাহে ২১ জনের মৃত্যু

 
user comment