আবনা ডেস্ক: রাশিয়ার কাছে ইসলামিক টেস্ট অব ইরাক এন্ড লেভান্তের (আইএসআইএল) গোয়েন্দা তথ্য দিচ্ছে আফগানিস্তানের তালেবান। তবে এক অফিসিয়াল বার্তায় এমন খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে সংগঠনটি।
তথ্য সরবরাহের দাবি উড়িয়ে দিয়ে শনিবার তালেবান জানিয়েছে, আফগানিস্তান থেকে আইএসআইএলকে ধ্বংস করতে বা তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আমাদের কারো সাহায্যে প্রয়োজন নেই।
তালেবানের এক মুখপাত্র আল-জাজিরাকে বলেন, ‘আমরা কথা বলছি, তবে সেটা আইএসআইএলের বিরুদ্ধে যুদ্ধের বিষয়ে নয়। আমরা চাই আমাদের দেশে কোনো বিদেশি সৈন্য না থাকুক। আর এই মুহূর্তে আমরা সেটা নিয়েই কথা বলছি।’
তালেবানের ওই মুখপাত্র আরো বলেন, ‘আফগানিস্তানে তারা (আইএসআইএল) খুবই ছোট পরিসরে যুদ্ধ করছে। শুধু নানগাহার প্রদেশে। তারা এখানে তেমন শক্তিশালী নয়।’
চলতি সপ্তাহের গোড়ার দিকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আফগান বিষয়ক বিশেষ দূত জামির কাভুলভ দাবি করেন, তালেবান যোদ্ধারা বস্তুনিষ্ঠভাবেই আমাদের সঙ্গে কাজ করতে আগ্রহী। তিনি তখন আরো বলেন, এরই মধ্যে তালেবান এবং আমরা গোয়েন্দা তথ্য আদান-প্রদান শুরু করেছি।’#
source : abna24