আবনা ডেস্ক : সৌদি আরবের ঘোর আপত্তির মুখে মঙ্গলবার বহুল আলোচিত ৯/১১ বিল পাস করেছে মার্কিন সিনেট। এর ফলে গত ১৬ বছর আগে যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে চালানো সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারগুলোর সদস্যরা সৌদি সরকারের বিরুদ্ধে মামলা করতে পারবে।
প্রসঙ্গত, ২০১১ সালের ৯ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের বিশ্ব বাণিজ্য কেন্দ্রে চালান ওই হামলায় ৩ হাজারের মত মানুষ নিহত হয়েছিল। হামলায় অংশগ্রহণকারী ১৫ জনের নয়জনই ছিল সৌদি নাগরিক। এজন্যই মার্কিন নাগরিকদের ধারণা হামলাকারীদের সঙ্গে সৌদি সরকারের সংশ্লিষ্টতা ছিল। যদিও রিয়াদ এই অভিযোগ স্বীকার করে না।
মঙ্গলবার সিনেটে পাসের পর বিলটি এখন ভোটাভুটির জন্য হাউজ অব রিপ্রেজেন্টেটিভ বা কংগ্রেসে পাঠানো হবে বলে বিবিসি জানিয়েছে। যদিও হোয়াইট হাউস ও সৌদি সরকার প্রস্তাবিত এই আইনের বিরোধিতা করছে।
এই বিলটি পুরোপুরি পাশ হয়ে গেলে নাইন ইলেভেন হামলায় হতাহতদের পরিবারগুলো এই অভিযোগ নিয়ে আদালতের শরণাপন্ন হওয়ার সুযোগ পাবে। ক্ষতিগ্রস্তদের অনেকেই এ সংক্রান্ত গোয়েন্দা তথ্য প্রকাশ করারও আহ্বান জানাচ্ছেন। তাদের ধারণা, ওইসব তথ্যে হামলার সঙ্গে সৌদি সরকারের একটি যোগসূত্রের কথা উল্লেখ থাকতে পারে।
তবে এই বিলের বিরোধিতা করছেন স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি কংগ্রেসে এই বিলের বিরুদ্ধে ভেটো দেবেন বলেও জানিয়েছেন। এ সম্পর্কে হোয়াইট হাউজের একজন মুখপাত্র বলেছেন, এই বিলের বিষয়ে প্রেসিডেন্ট ওবামার গভীরভাবে উদ্বেগ আছে এবং তিনি এটি আইনে পরিণত করার জন্য স্বাক্ষর করবেন বলে মনে হয় না। তিনি বলেন, বিলটি স্বার্বভৌম দায়মুক্তির মূলনীতির বিরুদ্ধে।
বিলের পক্ষের সিনেটররা বলছেন, এটি পাশ হলে সৌদি আরবের সাথে সম্পর্ক খারাপ হবে এমনটা নিশ্চিতভাবে বলা যায় না। তবে হোয়াইট হাউজ বলছে, এই আইনটি পাশ হলে মার্কিনীরা বিদেশে আইনি ঝুঁকিতে পড়তে পারে।
source : abna24