আবনা ডেস্ক : ভারতের কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনে উত্তর-পূর্ব রাজ্য আসামে এই প্রথমবারের মত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি জয়ের লক্ষ্যে এগিয়ে রয়েছে। এদিকে পশ্চিমবঙ্গে আবারও জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নির্বাচন কমিশন জানিয়েছে, আসামে ১২৬ আসনের মধ্যে বিজেপি ৫৮টি পেয়ে এগিয়ে রয়েছে, কংগ্রেস পেয়েছে ২৭টি আসন। এদিকে পশ্চিমবঙ্গে ২৯৪টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ২১৮টি আসনে এগিয়ে রয়েছে।
ভারতের তামিল নাড়ু, কেরালা, পশ্চিমবঙ্গ এবং আসামে বিধানসভা নির্বাচনের পর ভোট গণনা শুরু হয়েছে। সরকারিভাবে ফলাফল ঘোষণার আগেই দেখা যাচ্ছে, আসামে বিজেপি এবং পশ্চিমবঙ্গে তৃণমূল অনেক এগিয়ে নেতৃত্ব দিছে।
আসামে বিজেপির জয় বিস্মিত হওয়ার মত ব্যাপার। কারণ ২০০১ সালের পর থেকে সেখানে কংগ্রেস নেতৃত্ব দিয়ে আসছে। অন্যদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ২৭ মে পশ্চিমবঙ্গে দ্বিতীয়বারের মতো তৃণমূল সরকার শপথ নেবে। দলের জয়কে গণতন্ত্রের জয় হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।
source : abna24