আবনা ডেস্ক: ভারতের কাশ্মির রাজ্যের রাজধানী শ্রীনগরের কেন্দ্রস্থলে দুটি সন্ত্রাসী হামলায় তিন পুলিশ সদস্য নিহত হয়েছেন।
সোমবার সকালে হামলা দুটি চালিয়ে সন্ত্রাসীরা গা ঢাকা দেয় বলে জানিয়েছে এনডিটিভি।
সরকারি সূত্রগুলো জানিয়েছে, কাশ্মির উপত্যকায় পর্যটনের ভরা মৌসুমে পর্যটকদের আতঙ্কিত করতেই পরিকল্পিতভাবে হামলা দুটি চালানো হয়েছে।
প্রথম ঘটনায় মোটরসাইকেল যোগে আসা সন্ত্রাসীরা শ্রীনগরের জাদিবালে পুলিশ কর্মকর্তাদের একটি দলকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে পালিয়ে যায়। তাদের গুলিতে দুই পুলিশ কর্মকর্তা নিহত হন।
হামলাকারীদের ধরতে ওই এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনীগুলো।
এর কিছুক্ষণ পর শহরের তেঙ্গপোড়া এলাকায় অপর এক গুলিবর্ষণের ঘটনায় আরেক পুলিশ সদস্য নিহত হন। হামলাকারীরা নিহত পুলিশের রাইফেলটি নিয়ে পালিয়ে যায়।
পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে প্রায় ৪০ জন সন্ত্রাসী গত কয়েক সপ্তাহে ভারতের জম্মু ও কাশ্মীর রাজ্যে প্রবেশ করেছে বলে কয়েকটি সূত্র নিশ্চিত করেছে।
কাশ্মির-ভিত্তিক হিজবুল মুজাহিদিন গোষ্ঠীর সম্ভাব্য হামলার বিষয়ে সতর্কর্তা জারির পরপরই এসব হামলা চালানো হল। পাকিস্তান থেকে আসা সন্ত্রাসীদের যোগসাজশে হিজবুল মুজাহিদিনের সদস্যরা এসব হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
source : abna24