আবনা ডেস্ক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের রাজধানী শ্রীনগরে সন্ত্রাসী হামলায় তিন পুলিশ সদস্য নিতহ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ভারতীয় বাহিনীর পাল্টা হামলায় জঙ্গি গোষ্ঠি জইশ-ই-মোহাম্মদের শীর্ষ নেতাসহ সংগঠনটির দুই সদস্য নিহত হয়েছে।
কাশ্মির পুলিশের মহাপরিদর্শক জাভেদ গিলানি বলেন, ‘হ্যাঁ, (কাশ্মিরের) সারাইবলে দুই সন্ত্রাসী নিহত হয়েছে। এদের মধ্যে একজনের নাম সাইফুল্লাহ। তিনি জইশের কাশ্মির শাখার শীর্ষ নেতা।’ নিহত দু'জনই পাকিস্তানি। তবে তারা সোমবার সকালে পুলিশ হত্যার সঙ্গে জড়িত ছিল না বলে জানান তিনি।
পুলিশ জানায়, জইশ সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে পুলিশ অভিযানে চালায় এবং সংক্ষিপ্ত ক্রসফায়ারে তাদের মৃত্যু হয়।
সোমবার সকালে জইশের সন্দেহভাজন সদস্যরা শ্রীনগরের জাদিবাল এলাকায় একটি চায়ের স্টলে চা পানরত পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে দুই কর্মকর্তা নিহত হন বলে ধারণা পুলিশের। মোটরসাইকেলে আসা হামলাকারীরা গুলিবর্ষণ করেই পালিয়ে যায়।
তাদের গুলিতে পুলিশের সহকারী উপ-পরিদর্শক গোলাম মোহাম্মদ ও হেড কনস্টেবল নাজির আহমেদ ঘটনাস্থলেই নিহত হন। এ সময় দুজনেই নিরস্ত্র ছিলেন। এর কিছুক্ষণ পর তেঙ্গপোড়া এলাকায় অরেকটি গুলিবর্ষণের ঘটনায় মোহাম্মদ সাদিক নামে আরেক পুলিশ সদস্য নিহত হন। হত্যার পর সাদিকের সঙ্গে থাকা একে-৪৭ রাইফেলটিও নিয়ে যায় হামলাকারীরা।
source : abna24