আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: ঢাকায় অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের কালচারাল সেন্টারের উদ্যোগে গতকাল ইমাম খোমেনি (রহ.) এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (শুক্রবার, ৪ জুন) ঢাকা প্রেসক্লাব সংলগ্ন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এ আলোচনা সভা স্থানীয় সময় বিকেল ৪:৪৫ মিনিটে পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয়। কুরআন তেলাওয়াত করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ক্বারী আহমাদ বিন ইউসুফ।
স্বাগত বক্তব্য রাখেন ইরানি কালচারাল সেন্টারের কাউন্সেলর জনাব সৈয়দ মুসা হুসাইনি। এরপর ইমাম খোমেনি (রহ.) এর ওসিয়তনামা আলোকে রচিত প্রবন্ধ উপস্থাপন করেন ইসলামি ফাউন্ডেশনের পরিচালক ড. খিজির হায়াত খান। এছাড়া বক্তব্য রাখেন ইমাম বুখারি সংস্থার প্রধান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের মাননীয় রাষ্ট্রদূত ড. আব্বাস ভায়েজি দেহনাভি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সিনিয়র প্রফেসর ড. আনিসুজ্জামান ছিলেন সভার অন্যতম বিশেষ অতিথি।
প্রধান অতিথি হিসেবে এতে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল এমপি।
সভাটি চাঁদপুর মাজিদিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ড. এ কে এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন জনাব মোঃ আব্দুল কুদ্দুস বাদশা।
উল্লেখ্য, অনুষ্ঠানের শুরুতে ইমাম খোমেনি (রহ.) এর উপর একটি ডক্যুমেন্টরি প্রদর্শিত হয়।#