আবনা ডেস্ক : তেহরানের জুমার নামাজের খতিব বলেছেন, বিশ্ব সাম্রাজ্যবাদী ও ইহুদিবাদী শক্তির স্বার্থ রক্ষার লক্ষ্যে সৌদি সরকার ইয়েমেনের নিরপরাধ মানুষের ওপর হামলা চালানোর পাশাপাশি মধ্যপ্রাচ্যে তৎপর সন্ত্রাসবাদকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে।
আয়াতুল্লাহ মোভাহহেদি কেরমানি আজ (শুক্রবার) তেহরানের জুমার নামাজে দেয়া খোতবায় এ মন্তব্য করেন। ইয়েমেনের নিরীহ মানুষের ওপর সৌদি আরবের বর্বরোচিত বিমান হামলায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ইয়েমেনের নারী ও শিশুদের ওপর সৌদি গণহত্যাকে জাতিগত শুদ্ধি অভিযানের স্পষ্ট নিদর্শন হিসেবে অভিহিত করা যায়।
আয়াতুল্লাহ কেরমানি বলেন, মধ্যপ্রাচ্যে তৎপর সন্ত্রাসীদের সব ধরনের পৃষ্ঠপোষকতা দিয়ে সৌদি আরব এ অঞ্চলে আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের অশুভ লক্ষ্যগুলো বাস্তবায়নের সুযোগ করে দিচ্ছে। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর বিরুদ্ধে সৌদি আরব এমন সময় বিদ্বেষী নীতি গ্রহণ করেছে যখন সে নিজেকে মক্কা-মদীনার রক্ষক বলে দাবি করে। এ ধরনের নীতি শেষ পর্যন্ত আলে সৌদ সরকারের পতন ডেকে আনবে বলে তিনি মন্তব্য করেন।#
source : abna24