আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা প্রদেশের অরল্যান্ডো শহরের একটি গে নাইট ক্লাবে গোলাগুলির ঘটনায় ৫০ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ৫৩ জন ।
অরল্যান্ডোর মেয়র বাডি ডাইয়ের জানিয়েছেন : ভবনের ভেতরে থাকা সকলকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। কিন্তু অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে নিহতদের সংখ্যা ২০ নয় ৫০। তিনি বলেন, গুলিতে আহত আরো ৫৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটা সবচেয়ে মারাত্মক গোলাগুলির ঘটনা।
মার্কিন গণমাধ্যম জানিয়েছে, পুলিশের সাথে সংঘর্ষে নিহত ঐ হামলাকারী’র নাম ‘উমার মাতিন’ (৩০)। আফগান বংশোদ্ভূত লোকটি ফ্লোরিডার পোর্ট সেন্ট লুসি এলাকার বাসিন্দা।
বলা হচ্ছে যে, লোকটির বিরুদ্ধে কোন পূর্ব রেকর্ড নেই। কিন্তু কর্তৃপক্ষ এ বিষয়টি জানার চেষ্টা করছেন, হামলাকারী কোন উগ্রতাবাদী সংগঠনের সাথে জড়িত কিনা। গণমাধ্যমে হামলাকারীর পরিচয় ফাঁস হলেও পুলিশ বিষয়টি এখনো নিশ্চিত করেনি।
এদিকে পার্সটুডের রিপোর্টে বলা হয়েছে, রোববার সকালে এক ব্যক্তি ক্লাবে ঢুকে অ্যাসাল্ট রাইফেল ও হ্যান্ডগান দিয়ে এলোপাথাড়ি গুলি চালালে এসব হতাহতের ঘটনা ঘটে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে জনসম্মুখে গোলাগুলির তথ্য বিষয়ক ওয়েব সাইটের প্রতিবেদনের ভিত্তিতে গতবছর মোট ৩২৭টি গোলাগুলির ঘটনা ঘটেছে (যে সকল ঘটনায় নিহত অথবা ৪ বা তার অধিক ব্যক্তি আহত হয়েছে)। এ সকল হামলায় ৪৭৫ জন নিহত এবং ১৮৭০ জন আহত হয়েছে।# প্রেসটিভি