আবনা ডেস্ক: সাহারা মরুভূমিতে পাওয়া গেছে ৩৪ অভিবাসীর মৃতদেহ। এর মধ্যে ২০ জনই শিশু। আলজেরিয়া সীমান্তের কাছে সাহারা মরুভূমিতে উদ্ধার করা হয় এসব মৃতদেহ। পাচারকারীরা তাদের ফেলে যাওয়ার পর পানির পিপাসায় তারা মারা গেছেন বলে দাবি করছেন নাইজারের স্বরাষ্ট্রমন্ত্রী বাজোউম মোহাম্মেদ। নিহত এসব মানুষের মধ্যে কোন কোন দেশের নাগরিক রয়েছেন তা তাৎক্ষণিকভাবে জানা যায় নি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, নাইজার সরকার এক বিবৃতিতে বলেছেন, আসামাক্কা নামের মরুভূমির ভিতর একটি ছোট্ট শহরের কাছেই এসব মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সাব সাহারান আফ্রিকা ও ইউরোপে মানুষ পাচারের উত্তম রুট হিসেবে ব্যবহৃত হয় নাইজার। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মেদ বলেন, নিহতদের মধ্যে প্রাপ্ত বয়স্ক ৯ জন নারী, ৫ জন পুরুষ রয়েছেন। বাকিরা শিশু। এসব মানুষ ৬ থেকে ১২ই জুনের মধ্যে মারা গেছেন বলে তাদের ধারণা। নিহত দু’জনের পরিচয় জানা গেছে। তারা নাইজেরিয়ার নাগরিক। কিন্তু বাকিদের সম্পর্কে কিছু জানা যায় নি। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) বলেছে, গত বছর নাইজারের উত্তরাঞ্চল আগাডেজ দিয়ে এক লাখ ২০ হাজার মানুষকে পাচার করা হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে হাজার
source : abna24