বাঙ্গালী
Monday 2nd of September 2024
0
نفر 0

পাকিস্তানে কালাশ কিশোরীর ধর্মান্তর নিয়ে সংঘর্ষ

আবনা ডেস্ক : বহু দেবদেবীর পূজা করা সংখ্যালঘু কালাশ জনগোষ্ঠীটির রিনা নামের এক কিশোরী গেল সপ্তাহে ইসলাম ধর্ম গ্রহণ করে। কিন্তু তাকে জোর করে আগের ধর্মে ফেরানো হয়েছে এবং সে ইসলাম ত্যাগ করেছে, এমন গুজব ছড়িয়ে পড়লে বৃহস্পতিবা
পাকিস্তানে কালাশ কিশোরীর ধর্মান্তর নিয়ে সংঘর্ষ

আবনা ডেস্ক : বহু দেবদেবীর পূজা করা সংখ্যালঘু কালাশ জনগোষ্ঠীটির রিনা নামের এক কিশোরী গেল সপ্তাহে ইসলাম ধর্ম গ্রহণ করে।
কিন্তু তাকে জোর করে আগের ধর্মে ফেরানো হয়েছে এবং সে ইসলাম ত্যাগ করেছে, এমন গুজব ছড়িয়ে পড়লে বৃহস্পতিবার ব্যাপক গোলযোগের সূত্রপাত্র হয় বলে জানিয়েছে বিবিসি।
ওই দিন বহু মানুষ লাঠি ও পাথর নিয়ে রিনাদের বাড়িতে হামলা চালায়। পরে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়। মারমুখি জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ ফাঁকা গুলি ছোঁড়ে।
পরে রিনাকে কালাশ উপত্যকার বাড়ি থেকে চিত্রলে নিরাপদ স্থানে সরিয়ে নেয় কর্তৃপক্ষ।
শুক্রবার উভয়পক্ষের বয়োঃজ্যেষ্ঠদের সঙ্গে এক বৈঠকের পর রিনা সাংবাদিকদের জানিয়েছেন, স্বেচ্ছায় তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং তার মুসলিম আত্মীয়দের সঙ্গেই তিনি থাকবেন।
এক সংবাদ সম্মেলনে রিনার পরিবার, কালাশ ও মুসলিম, উভয় সম্প্রদায়ের নেতারা জানিয়েছেন, ভুল বোঝাবুঝি থেকে সহিংসতার ঘটনা ঘটেছে।
ঘটনায় প্রকাশ, রিনা ইসলাম ধর্ম গ্রহণ করে এক মাদ্রাসায় একটি মুসলিম পরিবারের সঙ্গে রাত পার করে। পরে সে বাসায় ফিরে যায়। সেখানে গিয়ে সে কালাশ সম্প্রদায়ের ঐতিহ্যবাহী পোশাক পড়ে।
এতে প্রতিবেশী মুসলিমদের ধারণা হয় রিনা তার পুরনো কালাশ ধর্মে ফিরে গেছে। এই নিয়েই মুসলিম সম্প্রদায়ের মধ্যে অসন্তোষ তৈরি হয়ে তা মারামারিতে গড়ায়।
এ বিষয়ে রিনা জানান, এক মুসলিম আত্মীয় তাকে বলেছিল, সে (রিনা) যেহেতু এখনও অপ্রাপ্তবয়স্ক, তাই সে কালাশ পোশাক পড়তে পারবে। কিন্তু পরে যখন প্রাপ্তবয়স্ক হবে তখন মুসলিমদের মতো সালোয়ার-কামিজ পড়তে হবে। তাই সে বাড়িতে ফিরে কালাশ পোশাক পরেছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক চিত্রল জেলার একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, রিনার বক্তব্য সত্যমিথ্যা যাই হোক, তা সহিংতা বন্ধ করতে কাজে লেগেছে।
এর আগে এই এলাকায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। তাই এ ঘটনায় এলাকার সবাই মর্মাহত বলে জানান তিনি।


source : abna24
0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

আগ্রাসন অব্যাহত; সৌদি ঘাঁটিতে ...
ইসরাইলকে দিয়ে ইয়েমেনে ২ নিউট্রন ...
আযানের মধুর ধ্বনিতে মুসলমান হলেন ...
পাকিস্তানে তত্পর আইএসআইএল ; ...
অবশেষে আত্মসমর্পণ করলেন পুজদেমন
৪১৮ যাত্রী নিয়ে প্রথম হজ্ব ফ্লাইট ...
পাকিস্তানের কুয়েত্তা শহরে ...
বাহরাইন সরকারকে অবশ্যই ...
সামেরা শহরে ৫ বিস্ফোরণ ; বদর ...
ইয়েমেনের জনগণের সমর্থনে লন্ডনে ...

 
user comment