আবনা ডেস্ক: জাতিসংঘ মহাসচিব বান কি মুনের বিশেষ উপদেষ্টা আদামা দিয়েং বলেছেন, রাজতান্ত্রিক বাহরাইন সরকারকে দেশের জনগণের জন্য অবশ্যই বাকস্বাধীনতা ও সমাবেশ করার অধিকার নিশ্চিত করতে হবে।
ছোট্ট দ্বীপ দেশ বাহরাইনে যখন আলেম, রাজনৈতিক নেতা ও মানবাধিকার কর্মীদের ওপর ব্যাপক নিপীড়ন চলছে তখন জাতিসংঘের পক্ষ থেকে এ বক্তব্য এল। আদাম দিয়েং তার বিবৃতিতে বলেছেন, বাহরাইন ও পারস্য উপসাগরীয় অঞ্চল এখন জটিল সময়ের মুখোমুখি। তিনি বলেন, দমন-পীড়ন করে জনগণের ক্ষোভ বন্ধ করা যাবে না বরং তাতে আরো বাড়বে। গত সোমবার বাহরাইন সরকার দেশটির প্রখ্যাত শিয়া আলেম শেখ ঈসা কাসিমের নাগরিকত্ব কেড়ে নেয়ার যে সিদ্ধান্ত নিয়েছে সে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন দিয়েং।
বিবৃতিতে জাতিসংঘের এ কর্মকর্তা বাহরাইনের ভেতরের উত্তেজনাকর পরিস্থিতি নিরসনের জন্য আলে খলিফা সরকারের প্রতি আহ্বান জানান। পাশাপাশি বাহরাইন ও আঞ্চলিক নেতাদেরকে ধৈর্য ধারণেরও আহ্বান জানান তিনি।#
source : abna24