বাঙ্গালী
Sunday 24th of November 2024
0
نفر 0

ইস্তাম্বুলে আতাতুর্ক বিমানবন্দরে গুলি-বিস্ফোরণ : ৮৮ জন হতাহত

তুরস্কের ইস্তাম্বুল শহরের আতাতুর্ক বিমানবন্দরে দু’টি আত্মঘাতী বোমা বিস্ফোরণ ও সন্ত্রাসীদের গুলিতে উল্লেখযোগ্য সংখ্যক যাত্রী হতাহত হয়েছে।
ইস্তাম্বুলে আতাতুর্ক বিমানবন্দরে গুলি-বিস্ফোরণ : ৮৮ জন হতাহত
তুরস্কের ইস্তাম্বুল শহরের আতাতুর্ক বিমানবন্দরে দু’টি আত্মঘাতী বোমা বিস্ফোরণ ও সন্ত্রাসীদের গুলিতে উল্লেখযোগ্য সংখ্যক যাত্রী হতাহত হয়েছে।

হলেবাইত (আ.)বার্তাসংস্থা -আবনা-:গতকাল (মঙ্গলবার, ২৮ জুন) ইস্তাম্বুলের আতাতুর্ক বিমানবন্দরে এ আত্মঘাতী হামলা চালানো হয়। এছাড়া একই বিমানবন্দরের যাত্রীদের বসার স্থানে চালানো গুলিতে উল্লেখযোগ্য সংখ্যক যাত্রী হতাহত হয়েছে। ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

তুরস্কের সরকারি চ্যানেলের বরাত দিয়ে জানা গেছে যে, আন্তর্জাতিক

হামলাকারীরা প্রথমে গুলিবর্ষণ করে বোমার বিস্ফোরণ ঘটায়। তাত্ক্ষণিকভাবে কেউ হামলার দায় স্বীকার করেনি।

তুরস্কের এক সরকারি কর্মকর্তা বলেন, হামলাকারীরা বিমানবন্দরের অ্যারাইভাল হলের প্রবেশমুখের একটি চেক পয়েন্টে পৌঁছালে তাদের আটকাতে পুলিশ গুলি চালিয়েছিল।

ইস্তামবুলের গভর্নর ভাসিপ শাহীন তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা টিআরটিকে হামলায় অন্তত ২৮ জন নিহত এবং ৬০ জন আহত হওয়ার কথা জানান।

নিহতদের মধ্যে আত্মঘাতী হামলাকারী রয়েছে কি না তা জানা যায়নি।

এর আগে দেশটির বিচারমন্ত্রী বেকির বোজদাগ পার্লামেন্টে বলেন, প্রাথমিকভাবে তিনি একজন হামলাকারীর বিষয়ে নিশ্চিত হয়েছেন। হামলায় ১০ জন নিহত ও ২০ জনের মতো আহত হওয়ার খবর পেয়েছেন।

আমার কাছে আসা তথ্য অনুযায়ী, আতাতুর্ক বিমানবন্দরের আন্তর্জাতিক টার্মিনালে এক সন্ত্রাসী প্রথমে কালাশনিকভ দিয়ে গুলিবর্ষণ করে এবং তারপর বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দেয়, তাকে উদ্ধৃত করে জানিয়েছে সিএনএন টার্ক।

হামলায় প্রায় ৬০ জন আহত হয়েছেন জানিয়ে তুরস্কের আধা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদলু বলছে, তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

তুরস্কের সবচেয়ে বড় বিমানবন্দর আতাতুর্ক হয়ে বহু আন্তর্জাতিক ফ্লাইটের চলাচল। ঘটনাস্থল থেকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে মেঝেতে এবং একটি টার্মিনাল ভবনের বাইরে আহতদের পড়ে থাকতে দেখা গেছে।

টেলিভিশন ফুটেজে ঘটনাস্থলের দিকে অ্যাম্বুলেন্স ছুটে যেতে দেখা যায়।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী সিএনএনকে বলেন, ‍বিমানবন্দরের কার পার্ক থেকে গুলির শব্দ শোনা গেছে।

ট্যাক্সিতে করে বিমানবন্দর থেকে আহতদের নেওয়া হচ্ছিল বলে জানান তিনি।

হামলার পর আতাতুর্ক বিমানবন্দর থেকে নির্ধারিত ফ্লাইটগুলো বাতিল করে যাত্রীদের হোটেলে ফেরত পাঠানো হয় বলে টার্কিশ এয়ারলাইন্সের এক কর্মকর্তা জানান।

এর আগে এক কর্মকর্তা জানান, ওই বিমানবন্দরের কিছু ফ্লাইট অন্য পথে সরিয়ে নেওয়া হয়েছে।

এ বছর তুরস্কে বেশ কয়েক দফায় বোমা হামলা হয়েছে। এর মধ্যে ইস্তামবুলের পর্যটন এলাকায় দুই দফা আত্মঘাতী হামলা হয়, যার জন্য আইএসআইএলকে দায়ী করা হয়।

এছাড়া রাজধানী আঙ্কারায় দুটি গাড়ি বোমা হামলা হয়, যার দায় স্বীকার করে একটি কুর্দি জঙ্গি গ্রুপ।#সিএনএন, শীর্ষনিউজ


source : abna24
0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

ইয়েমেনে সৌদি বিমান হামলা; ৯ ...
ইসলামী বিপ্লব ইরানকে আত্মপরিচয় ও ...
বৃটিশ প্রধানমন্ত্রী, স্পিকারকে ...
আবুধাবিতে ইসলামি শিল্প ও ...
গাড়িবোমা হামলা: অল্পের জন্য ...
ইসরাইল-বিরোধী সংগ্রাম জোরদারের ...
সৌদি বাদশার দেখা পেলেন না নওয়াজ
আনকারায় আবারো ভয়াবহ বিস্ফোরণ (ছবি)
ভবিষ্যত যুদ্ধে ইসরাইলের কোনো অংশ ...
নিমরের মৃত্যুদণ্ডের প্রতিবাদে ...

 
user comment