আবনা ডেস্ক : ২০১৫ সালের এক সমীক্ষা অনুসারে, গত বছর অর্থাৎ ২০১৫ সালে যুক্তরাজ্যে মুসলিমদের লক্ষ্য করে হামলা, তাদের অপদস্থ করার ঘটনা পূর্বের তলিনায় ৩২৬ শতাংশ বেড়েছে। আর এসব হামলার প্রধান টার্গেট হচ্ছে মূলত হিজাব-বোরকা পরা মুসলিম নারীরা।
‘টেল মামা’ নামে একটি বেসরকারি প্রতিষ্ঠানের এক সমীক্ষায় এ চিত্র উঠে এসেছে। প্রতিষ্ঠানটি মুসলিমদের প্রতি বিদ্বেষমূলক বিভিন্ন ঘটনা নিয়ে গবেষণা করে। টেল মামা’র প্রধান শহিদ মালিক জানিয়েছেন, গত বছর মুসলিমদের লক্ষ্য করে ১ হাজার ১২৮টি হামলার ঘটনার কথা তারা জানতে পেরেছেন।
যুক্তরাজ্যের ১৫টি পুলিশ ফোর্সের দেয়া রিপোর্ট থেকে সমীক্ষাটি করা হয়েছ। শহিদ মালিক বলছেন, এসব বিদ্বেষের প্রধান শিকার হচ্ছে মুসলিম নারীরা যারা হিজাব বা নিকাব ব্যবহার করেন। হামলার দশ শতাংশেরও বেশি ঘটছে স্কুল-কলেজে, আর হামলাগুলো করছে প্রধানত ১৩ থেকে ১৮ বছরর শ্বেতাঙ্গ কিশোর তরুণরা।
source : abna24