আবনা ডেস্ক: পবিত্র রমজানে গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ঘটনায় জঙ্গিদের ধর্ম বিশ্বাস নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, 'আমি জানি না, রমজান মাসে একজন মুসলমান যখন নামাজ পড়বে, এশার আজান দিচ্ছে। সে যাবে নামাজ পড়তে। আজান উপেক্ষা করে এরা গেল মানুষ খুন করতে। তাহলে, কেমন মুসলমান তারা?'
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠানে গুলশানের জঙ্গি হামলা প্রসঙ্গে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, 'কেমন মুসলমান তারা? কেমন ধর্ম তারা রক্ষা করলো? তারা নামাজ না পড়ে মানুষ খুন করতে চলে গেল! আর সেখানে তারা নিজেরাও বাঁচতে পারলো না। তাদের মরতে হল। তাদের পরিবার, তারাই বা কি পেলো?'
শেখ হাসিনা বলেন, গুলশানে হামলাকারীদের কোনো ধর্ম নেই। তারা কোনো ধর্ম অনুসরণ করে না। সন্ত্রাসই তাদের ধর্ম বলেও মন্তব্য করেন তিনি।
সাম্প্রতিক কয়েকটি ঘটনার পর গুলশানে বিদেশীদের লক্ষ্য করে এই হামলার পরিপ্রেক্ষিতে সরকারের জঙ্গিবাদবিরোধী অবস্থানের কথা ফের তুলে ধরেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, 'বাংলাদেশের সব সময় একটা সিদ্ধান্ত রয়েছে, আমরা জঙ্গিবাদ-সন্ত্রাস চাই না। এই ধরনের ঘটনা বাংলাদেশে এই প্রথম। এর আগে, তারা টুকটাক একটা/দুটো মানুষ হত্যা করে যাচ্ছিল।'
তিনি সন্ত্রাসীদের প্রতিরোধে জনগণকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
উল্লেখ্য, গতকাল শুক্রবার রাতে একদল বন্দুকধারী গুলশানের রেস্তোরাঁটিতে হামলা চালায়। তারা বিদেশীসহ অন্তত ২০ জনকে জিম্মি করে।
খবর পেয়ে আইনশৃংখলা বাহিনী ওই রেস্তোরাঁর কাছে গেলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি চালায় ও বোমা ছোড়ে। এতে ডিএমপির (ডিবি) সহকারী কমিশনার (এসি) রবিউল ইসলাম ও বনানী থানার ওসি সালাহউদ্দিন নিহত হন। আহত হন পুলিশের ৩০ কর্মকর্তা।
এর প্রায় ১০ ঘণ্টার মধ্যে শনিবার সকালে সেনা বাহিনীর নেতৃত্বের যৌথ অভিযান চালিয়ে জিম্মি সংকটের অবসান ঘটানো হয়।
অভিযানের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, 'সারা রাত কাজ করে এই অল্প সময়ের মধ্যে অপারেশন চালানোর ফলেই আমরা সন্ত্রাসীদের খতম করতে সক্ষম হয়েছি। এই অপারেশনের মাধ্যমে... এটাই সুখের কথা আমাদের ১০ ঘণ্টাও লাগে নাই। তার আগেই আমরা এই জঙ্গিদের ওপর, সন্ত্রাসীদের ওপর আক্রমণ চালাতে সক্ষম হই।'
তিনি বলেন, 'যারা সন্ত্রাসী তাদের ৬ জনই অন দি স্পট মৃত্যুবরণ করে। তাদের হত্যা করা হয়। ওখানেই মারা যায়। একজন ধরা পড়েছে।'
জিম্মিদের মধ্যে ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয় বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'যারা জিম্মি ছিল, আমরা ১৩ জনকে বাঁচাতে পেরেছি। বাকি কয়েকজনকে আমরা বাঁচাতে পারিনি। কয়েকজন আহত অবস্থায় সম্মিলিত সামরিক হাসপাতাল- সিএমএইচে চিকিৎসাধীন আছে।'
source : abna24