আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: আযারি ভাষার ‘সালাম’ ওয়েব সাইট, স্থানীয় কর্মকর্তাদের নির্দেশে আযারবাইজানের রাজধানী বাকু’তে অবস্থিত হযরত যায়নাব (সা. আ.) মসজিদটি বন্ধ করার তথ্য প্রকাশ করেছে।
আযারি ভাষাভাষি এ গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বাকু’র সাবুঞ্চি এলাকার কর্মকর্তারা দুই মাস আগ থেকে হযরত যায়নাব (সা. আ.) মসজিদে তালা ঝুলিয়ে এ অঞ্চলের মুসল্লিদের মসজিদে নামায আদায়ে বাধা দিচ্ছেন।
মসজিদটি বন্ধ না করে দেয়া হয় সেজন্য প্রথমে চেষ্টা করেছিলেন মসজিদটির পরিচালনা কমিটি। কিন্তু বিষয়টির সুরাহা না করতে পেরে স্থানীয় জনগণ সামাজিক যোগাযোগের ওয়েব সাইটে এ তথ্য প্রকাশ করে মুসল্লিদের উদ্দেশ্যে ঐ মসজিদটি খুলে দেয়ার আহবান জানিয়েছে।
প্রকাশিত প্রতিবেনের ভিত্তিতে, সাবুঞ্চি অঞ্চলের কর্মকর্তারা ঐ মসজিদটি তালা দেয়ার নির্দেশ দিয়ে নামায আদায়ের জন্য ঐ মসজিদে প্রবেশে বাধা দানের নির্দেশ দিয়েছেন। গণপ্রজাতন্ত্রী আযারবাইজান কর্তৃপক্ষ এ বিষয়ে কোন ব্যাখ্যা দেননি।
আযারবাইজান সরকার, এদেশের জনগণ যাতে নিজেদের ধর্মীয় আচার-অনুষ্ঠান শিয়া মাযহাব অনুসারে পালন না করতে পারে সে লক্ষ্যে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। কিন্তু বাকু সরকারের শত চেষ্টা সত্ত্বেও দেশটির ধর্মপ্রাণ মুসলমানরা প্রকৃত ইসলাম ধর্মকে নিজেদের জীবনে বাস্তবায়নের ব্রত নিয়ে অগ্রসর হচ্ছে। আর জনগণ কর্তৃক এ ধরনের চ্যালেঞ্জের কারণে বাকু সরকার দেশটির জনগণের উপর বিশেষতঃ শিয়া মাযহাবের অনুসারীদের উপর অত্যাচারের মাত্রা বহুগুণে বাড়িয়ে দিয়েছে।#