আবনা ডেস্ক: এশিয়ার বিভিন্ন দেশের ৫০ জন শ্রমিক সৌদি আরবে বেতন না পেয়ে সীমাহীন দুর্ভোগ ও মানবেতন জীবন যাপন করছেন।
এসব শ্রমিক দীর্ঘ প্রায় সাত মাস ধরে বেতন পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। তাদের বেতন পাওয়ার দাবিতে তারা সেদেশের সরকারের কাছে অভিযোগ করেছেন। কিন্তু কর্তৃপক্ষ কোন প্রকার হস্তক্ষেপ করছেন না। তারা বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ধার দেনা করে দিনাতিপাত করছেন। দেশে তাদের স্বজনদের কাছে কোন অর্থ পাঠাতে পারছেন না। অবশেষে তারা এর প্রতিবাদে ধর্মঘটে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে। বেতন না পাওয়া শ্রমিকদের অধিকাংশই টেকনিশিয়ান শ্রমিক বলে জানা গেছে। অনলাইন সৌদি গেজেট এ খবর প্রকাশ করা হয়েছে। কিন্তু ওই সব শ্রমিকদের মধ্যে কোন বাংলাদেশী শ্রমিকের তথ্য পাওয়া যায়নি। শুধু তাই নয়, তারা কোন কোন কোম্পানিতে চাকরি করতেন সে তথ্যও পাওয়া যায়নি।
সৌদি গেজেটের ওই রিপোর্টে বলা হয়েছে, এমন দুরবস্থার কথা জানিয়ে শ্রম মন্ত্রণালয়ে অভিযোগ দেওয়ার চার মাস পার হলেও তাদের বিষয়ে এখনো কোন ব্যবস্থা নেওয়া হয়নি।
ভুক্তভোগি শ্রমিকরা বলেন, কোম্পানির সঙ্গে তারা কোন সমঝোতায় পৌঁছাতে পারেন নি। তাদেরকে শুধু প্রতিশ্রুতি দেয়া হয়েছে। এ বিষয়ে সব প্রমাণপত্র সৌদি গেজেটের হাতে পৌঁছানো হয়েছে। তাতে শ্রমিকদের বেতন পরিশোধ করা হয় নি বলে প্রমাণিত হয়েছে। ওই ৫০ শ্রমিক সেখানকার শ্রম মন্ত্রণালয়ে যে অভিযোগ জমা দিয়েছেন তা নিবন্ধিত হয়েছে।
মোহাম্মদ ফারুক নামে এক শ্রমিক সাংবাদিকদের বলেছেন, তার সমস্যা প্রকট আকার ধারণ করেছে। অন্য সহকর্মীদের তুলনায় তাকে বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিনি আরো বলেছেন, আমি এক্সিট ভিসার জন্য অনুরোধ জানানোর পর থেকেই কয়েক মাস ধরে আমার বেতন বন্ধ রাখা হয়েছে। এখান থেকেই আমার সমস্যা শুরু। এখন আমার কোন ইকামা নেই। আমার এক্সিট ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। এ কোম্পানিতে আমি ৬ বছর কাজ করেছি। যখনই বেতন বিলম্বে দেয়া হয়েছে তখনই আমরা ধৈর্য্য ধরেছি। কিন্তু এবার তা প্রায় ৭ মাস পর্যন্ত চলছে। এখন আমরা চলছি বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনের কাছ থেকে অর্থ ধার করে।
উল্লেখ্য, যে কোম্পানিতে এসব শ্রমিক কমরত তারা রেড ক্যাটাগরিতে পড়েছে। ফলে তাদেরকে বহুবিধ সমস্যার মুখে পড়তে হচ্ছে। এ জন্য তারা শ্রমিকদের বেতন দিতে পারছে না। তারা বলছেন, তাদের বেতন দিতে সাধারণত তিন মাস বিলম্ব করে কোম্পানিটি। কিন্তু এবার সেই সময় সাত মাস হয়েছে।
source : abna24