আবনা ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে আদালতের হাজতে থাকা এক ব্যক্তির গুলিতে আইন-বিষয়ক ৩ কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছেন তাঁদের এক সহকারীসহ দুজন।
গতকাল সোমবার হাজত থেকে আদালতে নিয়ে যাওয়ার সময় ওই ব্যক্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের বন্দুক কেড়ে নিয়ে গুলি ছুড়লে এ ঘটনা ঘটে। পরে হামলাকারীকেও গুলি করে হত্যা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বেরিয়েন কাউন্টির প্রধান নির্বাহী কর্মকর্তা (শেরিফ) এল পল বেইলি জানান, ঘটনাটি প্রকাশ্যে ঘটে। হামলাকারী প্রথমে আদালতে থাকা এক ব্যক্তির হাতে গুলি করেন। আহত ব্যক্তিদের লেকল্যান্ড হেলথ ও সেন্ট জোসেফ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হামলাকারী কোন অভিযোগে আদালতের হাজতে ছিলেন, তা জানাননি বেইলি। তিনি বলেন, নিহত আইন-বিষয়ক কর্মকর্তারা ৩০ বছর ধরে তাঁর পরিচিত ছিলেন। তাঁদের মৃত্যুতে তিনি শোকাহত। আদালতের কার্যক্রম আজ মঙ্গলবার বন্ধ থাকবে। পুলিশ তদন্ত চালাচ্ছে।
কয়েক দিন আগেই ডালাসে বন্দুকধারীর গুলিতে পাঁচ পুলিশ কর্মকর্তা নিহত হন।
source : abna24