আবনা ডেস্ক: প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় সন্দেহভাজন হামলাকারী সালাহ আবদেসলামকে ফ্রান্সের হস্তান্তর করেছে বেলজিয়াম সরকার। বুধবার (২৭ এপ্রিল) বেলজিয়ান ফেডারেল প্রসিকিউটরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ
আবনা ডেস্ক: প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনায় সন্দেহভাজন হামলাকারী সালাহ আবদেসলামকে ফ্রান্সের হস্তান্তর করেছে বেলজিয়াম সরকার।
বুধবার (২৭ এপ্রিল) বেলজিয়ান ফেডারেল প্রসিকিউটরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।
ফেডারেল প্রসিকিউটর এক বিবৃতিতে জানান, বুধবার সকালে আবদেসলামকে ফ্রান্স কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করা হয়েছে।
গত বছরের ১৩ নভেম্বর ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রায় একই সময়ে কয়েকটি স্থানে বোমা হামলায় ১৩০ জন নিহত হন। পরে গত ১৮ মার্চ ব্রাসেলস থেকে এ ঘটনায় জড়িত সন্দেহে আবদেসলামকে আটক করা হয়েছিল।
পরে জিজ্ঞাসাবাদে আবদেসলাম জানিয়েছিলেন, প্যারিসের একটি স্টেডিয়ামে আত্মঘাতী বোমা হামলার ঘটনায় তার অংশ নেওয়ার কথা ছিলো। কিন্তু তিনি পরে মত পরিবর্তন করেন এবং হামলা থেকে সরে আসেন।
source : abna24