আবনা ডেস্ক: গাজীপুর মহানগরীর টঙ্গীতে জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) দক্ষিণাঞ্চলের আমিরসহ চার সদস্যকে আটক করেছে র্যাব।
অভিযানে অস্ত্র, গুলি, বিপুল পরিমাণ গোলাবারুদ, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার ভোরে র্যাব-১ এর সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গীর আউচপাড়া এলাকার মোক্তার বাড়ি রোডের জেসমিন আক্তারের বাড়ির চার তলায় অভিযান চালায় র্যাব-১ এর সদস্যরা।
অভিযানে বাড়িটি থেকে জেএমবির দক্ষিণাঞ্চলের আমির মাহমুদুল হোসেন তানভির (২৭) এবং জেএমবি সদস্য আশিকুল আকবর আবেশ (২২), নাজমুল সাকিব (১৯) ও শরিয়ত উল্যাহ শুভকে (১৯) আটক করা হয়।
র্যাব জানায়, অভিযানকালে জেএমবির ওই আস্তানা থেকে বিপুল পরিমাণ গোলাবারুদ, পিস্তল, গুলি, বোমা, বোমা তৈরির সরঞ্জাম, গান পাউডার, ছোরা, জিহাদী বই উদ্ধার করা হয়।
জেএমবির দক্ষিণাঞ্চলের আমির মাহমুদুল হোসেন তানভির যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র বলে র্যাব সূত্র জানিয়েছে।
source : abna24