বাঙ্গালী
Thursday 2nd of January 2025
0
نفر 0

বাংলাদেশে জঙ্গি হামলায় ইসরায়েলি ষড়যন্ত্রের অভিযোগ

আবনা ডেস্ক: বাংলাদেশে সরকারি উদ্যোগে ঢাকায় ইমামদের এক সমাবেশে আওয়ামী লীগের কয়েকজন নেতা এবং ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিরা দাবি করেছেন, দেশে জঙ্গি হামলার পেছনে আছে জায়নবাদী ইসরায়েলের ষড়যন্ত্র। ঢাকার বায়তুল মোকাররমের এই সমাবেশে দেশের বিভিন্ন জায়গা থেকে
বাংলাদেশে জঙ্গি হামলায় ইসরায়েলি ষড়যন্ত্রের অভিযোগ

আবনা ডেস্ক: বাংলাদেশে সরকারি উদ্যোগে ঢাকায় ইমামদের এক সমাবেশে আওয়ামী লীগের কয়েকজন নেতা এবং ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিরা দাবি করেছেন, দেশে জঙ্গি হামলার পেছনে আছে জায়নবাদী ইসরায়েলের ষড়যন্ত্র।
ঢাকার বায়তুল মোকাররমের এই সমাবেশে দেশের বিভিন্ন জায়গা থেকে প্রায় হাজার পাঁচেক ইমাম ও খতিব যোগ দিয়েছিলেন।
বাংলাদেশে জঙ্গি হামলার পেছনে ইসরায়েলের ষড়যন্ত্র আছে বলে মনে করেন ক্ষমতাসীন আওয়মী লীগের নেতা এবং ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধিরা।
বৃহস্পতিবার ঢাকায় ইমাম এবং ধর্মীয় ব্যক্তিত্বদের এক অনুষ্ঠানে তারা বলেছেন তাদের ভাষায় ইসলামের নামে ইসরায়েলের এই ষড়যন্ত্রের বিষয়টি ইমাম এবং খতিবরা যাতে সাধারণ মানুষকে বুঝিয়ে বলেন।
জঙ্গিবাদবিরোধী কর্মশালা হলেও অনুষ্ঠানের অধিকাংশ বক্তা ইসরায়েলের কড়া সমালোচনা করেছেন । ইসলামী ফউন্ডেশনের এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাহবুবুলুল আলম হানিফ ।
এছাড়াও আওয়ামী লীগ-এর কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতা এবং ইসলামী ফউন্ডেশনের প্রতিনিধিরা মসজিদের ইমাম এবং খতিবদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ।
বাংলাদেশে বর্তমানে জঙ্গি তৎপরতার জন্য আওয়ামী লীগ নেতারা ইসরায়েলকে দায়ী করেছেন ।
আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ আব্দুল্লাহ বলেন জঙ্গি সংগঠন আইএস(আইএল) ইসরায়েলের সৃষ্টি ।
তিনি অভিযোগ করেন ইসলামের “দুর্নাম” করানোর জন্য আইএস(আইএল)-এর মাধ্যমে ইসরায়েল পৃথিবী জুড়ে এই ধরনের কাজ করাচ্ছে ।
একই অবস্থানে আওয়ামী লীগের আরেকজন কেন্দ্রীয় নেতা আমিনুল ইসলামও অভিন্ন ভাষায় কথা বলেন ।
জনাব ইসলাম প্রশ্ন তোলেন পৃথিবীর বিভিন্ন মুসলিম দেশে ইসলামী জঙ্গিবাদের নামে হামলা হলেও ইসরায়েলে কিছু হচ্ছে না কেন?
তিনি মনে করেন এর মাধ্যমে প্রমাণিত হচ্ছে আইএস(আইএল) ইসরায়েলের সৃষ্টি ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুল আলম হানিফ দাবি করেন আমেরিকা ভিত্তিক জঙ্গিবাদ নজরদারি ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স আইএস(আইএল) এর মুখপাত্র হিসেবে কাজ করছে ।
তিনি এটাও অভিযোগ করেন যে, সাইট ইন্টেলিজেন্স-এর সাথে ইসরায়েলী গোয়েন্দা সংস্থার যোগাযোগ রয়েছে ।
আওয়ামী লীগের এই নেতা মনে করেন ইসরায়েলি ষড়যন্ত্রের কারণে ইসলামকে নিয়ে আজ অনেকেই প্রশ্ন তুলছে এবং ইসলামকে অশান্তির ধর্ম প্রমাণের জন্যই আইএস(আইএল)-এর নামে এসব হামলা হয়ে থাকতে পারে ।
একজন ইমাম মনে করেন আইএস(আইএল)-এর নামে যেসব কাজ করা হচ্ছে সেগুলোর পেছনে ইসরায়েলি “ষড়যন্ত্র” আছে।
অনুষ্ঠানে উপস্থিত ইসলামী ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মাদ আফজাল ইমামদের উদ্দেশে বলেন কিছু গোষ্ঠী ইসলামের বিকৃত ব্যাখ্যা দিচ্ছে। এদের সম্পর্কে সজাগ থাকতে হবে ।
ইসলামিক ফাউনন্ডেশন মনে করে বাংলাদেশে জঙ্গিবাদ মোকাবেলার জন্য নিরাপত্তা বাহিনীর পাশাপাশি মসজিদ ভিত্তিক কার্যক্রমকেও জোরদার করতে হবে।#


source : abna24
0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

খুলনা, যশোর ও নড়াইলে ফাতেমা (আ.)-এর ...
৯/১১ এ নিহত বাংলাদেশিদের নিউ ...
ফতোয়ায় একঘরে গিয়াস উদ্দিনের ...
ইয়েমেন যুদ্ধে পরাজয় কি মেনে ...
ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমান ...
ক্রাইস্টচার্চে হামলাকারীকে ...
হুজ্জাতুল ইসলাম সৈয়দ সাজ্জাদ ...
ইসরাইলি হামলায় দুই হামাস ...
সমালোচনা করলেই বলছে দেশদ্রোহী, ...
শোকানুষ্ঠানে মাতম করছেন ...

 
user comment