ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত ও পাল্টাপাল্টি হামলার মধ্যে আজ পাইলটসহ ভারতীয় একটি যুদ্ধবিমান নিখোঁজ হয়েছে।
আবনা ডেস্কঃ ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাত ও পাল্টাপাল্টি হামলার মধ্যে আজ পাইলটসহ ভারতীয় একটি যুদ্ধবিমান নিখোঁজ হয়েছে। অন্যদিকে, পাকিস্তান থেকে ভারতে হামলা চালাতে আসা একটি যুদ্ধবিমানকে গুলি করে নামানো হয়েছে।
আজ (বুধবার) এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার বলেন, ‘জৈশ-ই-মুহাম্মদ দেশে আরও আত্মঘাতী হামলা চালানোর ষড়যন্ত্রে করছে এমন সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতেই গতকাল পাকিস্তানে জৈশের সন্ত্রাসী প্রশিক্ষণ শিবিরে প্রত্যাঘাত চালিয়েছিল ভারত। তবে এরপর পাকিস্তানের বিমানবাহিনী আমাদের সেনা শিবির লক্ষ্য করে হামলা চালিয়ে তার জবাব দিয়েছে।’
রবীশ কুমার বলেন, আকাশপথে ওই হামলা প্রতিরোধ করার জন্য পাকিস্তান বিমান বাহিনীর একটি যুদ্ধবিমানকে গুলি করে নামানো হয়েছে। সেটি পাকিস্তানে পড়েছে। এসময় ভারতীয় বিমানবাহিনীর একটি মিগ-২১ যুদ্ধবিমান নিখোঁজ হয়। ওই যুদ্ধবিমানের চালকেরও খোঁজ পাওয়া যাচ্ছে না। পাকিস্তানের দাবি, ওই যুদ্ধবিমানের চালক তাদের হেফাজতে রয়েছেন। তবে গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন রবীশ কুমার।
আজ ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে নিখোঁজ পাইলট অক্ষত অবস্থায় বাসায় ফিরবেন বলে আশা প্রকাশ করেছেন।
চলমান সংঘাত প্রসঙ্গে ভারতীয় বিমান বাহিনীর সাবেক প্রধান অরূপ রাহা বলেন, ‘এটা প্রত্যাশিত ছিল যে টেনশন একটু বাড়বে। একটা সন্ত্রাসী ক্যাম্পে ওদের দেশের ভিতরে গিয়ে আক্রমণ করলে তার একটা প্রতিক্রিয়া তো হয়ই। সেজন্য ভারতীয় সশস্ত্র সেনাবাহিনী বিশেষকরে বিমানবাহিনী সব সময় প্রস্তুত রয়েছে। তারা যে স্ট্রাইক করেছে, খুব দক্ষতার সঙ্গে করেছে। এরফলে যদি কোনো প্রতিক্রিয়া হয় বিমানবাহিনী ও সেনাবাহিনী সেই চ্যালেঞ্জ মোকাবিলা করবে। যেভাবে করেছে আমি যা শুনছি একটা এফ-১৬ বিমানকে গুলি করে নামানো হয়েছে। এরফলে সংঘর্ষ আরও বেড়ে গেল আর কি। আমাদের সাফল্য আছে অবশ্য।’
আজ (বুধবার) সকালে পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয় তাদের দেশের আকাশসীমা থেকে নিয়ন্ত্রণরেখার ওপারে প্রত্যাঘাত করা হয়েছে। পাক আকাশসীমায় ঢুকলে ভারতীয় বিমান বাহিনীর দুটি যুদ্ধবিমানকে গুলি করে নামানো হয়। এরমধ্যে এক ভারতীয় যুদ্ধবিমান চালককে গ্রেফতার করা হয় বলেও তাদের দাবি। সামাজিক যোগাযোগ মাধ্যমে পাকিস্তানি বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর ওই দাবি করেন।#