বিশেষ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পালিত হয়েছে হযরত ফাতেমা যাহরা (স.) এর পবিত্র জন্মবার্ষিকী।
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): নানান কর্মসূচীর মধ্য দিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে উদযাপিত হয়েছে নবীনন্দিনী হযরত ফাতেমা যাহরা (স. আ.)-এর পবিত্র জন্মবার্ষিকী।
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকাসহ বগুড়া, সৈয়দপুর, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, নড়াইল, দিনাজপুর ও সাতক্ষীরার বিভিন্ন এলাকায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র এ দিবস পালিত হয়েছে।
যশোরে সম্মেলন
যশোরের ইনকিলাবে মাহদি মিশনের উদ্যোগে, হযরত ফাতেমা যাহরা (স. আ.) ও তাঁরই সুযোগ্য বংশধর হযরত ইমাম খোমেনি (রহ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ সম্মেলন আয়োজিত হয়েছে।
ইনকিলাবে মাহদি মিশনের সভাপতি মল্লিক আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলটি ২০ জমাদিউস সানী স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনায় অবস্থিত ইসলামি শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সৈয়দ হাবিব রেজা হুসাইনি।
নড়াইলে মাহফিল
পবিত্র এ দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার (৮ মার্চ) নড়াইলের গোবরা এলাকায় বিশেষ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন পাক্ষিক ফজরের প্রকাশক মুহাম্মাদ ইকবাল, স্থানীয় শিয়া ব্যক্তিত্ব আতিয়ার রহমান এবং হযরত ফাতেমা যাহরা ফাউন্ডেশনের সভাপতি জাফর হুসাইন।
মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনাস্থ ইসলামি শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিম সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভি।
দীর্ঘ ৩ ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত মাহফিলটিতে শিয়া ও সুন্নি নির্বিশেষে উল্লেখযোগ্য সংখ্যক আহলে বাইত (আ.) প্রেমী উপস্থিত ছিলেন।
খুলনায় আলোচনা সভা
একই দিবস উপলক্ষে গত ৮ই মার্চ বৃহস্পতিবার রাতে খুলনা শহরের আলতাপোলনেস্থ ইমামবাড়িতে বিশেষ আলোচনা সভা ও মাহফিলের আয়োজন করে ইমামবাড়ী কর্তৃপক্ষ। মাগরিব ও এশার নামাযান্তে শুরু হওয়া এ মাহফিল কবিতা আবৃতি, কাসিদা পরিবেশন ও বক্তৃতার মধ্য দিয়ে অব্যাহত থাকে।
এতে বক্তব্য রাখেন, ড. জাকির হুসাইন, হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন আলী মুর্তজা এবং হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন ইব্রাহিম খলিল রাজাভি প্রমুখ।
অনুষ্ঠানটি আহলে বাইত (আ.) এর বিপুল সংখ্যক ভক্তদের উপস্থিতির মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।#