আগ্রাসন শুরুর তিন বছর পার হওয়ার পর ইয়েমেন যুদ্ধকে কঠিন হিসেবে আখ্যায়িত করে পরোক্ষভাবে নিজেদের পরাজয়ের ইঙ্গিত দিলেন সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী।
আবনা ডেস্কঃ সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আনোয়ার মোহাম্মাদ কারকাশ বলেছেন, ইয়েমেনে আমাদের পরীক্ষা ছিল কঠিন এবং এখনও তা কঠিনই রয়ে গেছে। ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন আগ্রাসনে সক্রিয়ভাবে অংশ নিচ্ছে সংযুক্ত আরব আমিরাত।
আগ্রাসন শুরুর তিন বছর পার হওয়ার পর ইয়েমেন যুদ্ধকে কঠিন হিসেবে আখ্যায়িত করে পরোক্ষভাবে নিজেদের পরাজয়ের ইঙ্গিত দিলেন তিনি।
আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এক টুইটে দরিদ্র দেশ ইয়েমেনের সঙ্গে লড়তে গিয়ে নিজেদের দুরবস্থাই তুলে ধরেছেন। এমন সময় আমিরাতের মন্ত্রী এই টুইট করেছেন যখন আল-জাজিরা টিভি চ্যানেলের প্রতিবেদনে ইয়েমেনে সৌদি আরবের এক হাজারের বেশি সেনা নিহতের খবর দেওয়া হয়েছে। ইয়েমেনে সংযুক্ত আরব আমিরাতেরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
সামরিক বিশেষজ্ঞরা বলছেন, ইয়েমেনের সঙ্গে যুদ্ধে গিয়ে এক হাজারের বেশি প্রশিক্ষিত সেনা হারানোর অর্থ হচ্ছে সেখানে সৌদি নেতৃত্বাধীন জোট কার্যত হেরে গেছে।
ইয়েমেন হচ্ছে সৌদি আরবের প্রতিবেশি দেশ। সৌদি নেতারা যুদ্ধ শুরুর আগে ধারণা করেছিলেন, অল্প কয়েক দিনের মধ্যেই সেদেশে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হবেন তারা। কোনো কোনো সৌদি নেতা প্রকাশ্যেও এমন ঘোষণা দিয়েছিলেন। কিন্তু তিন বছর তিন মাস পার হওয়ার পরও ইয়েমেনিদের প্রতিরোধে ভাটা পড়ে নি বরং ইয়েমেনিদের পাল্টা হামলায় সৌদি আরব ও তার মিত্রদের ক্ষয়ক্ষতির পরিমাণ প্রতিদিনই বাড়ছে।#