আবনা ডেস্ক: সদ্যসমাপ্ত রমজান মাসে সারা বিশ্বে মোট ৩৯৩টি হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন আইএসআইএল।
জাতিসংঘের সন্ত্রাসবিরোধী সংস্থার প্রধান জ্যঁ পল ল্যাবোর্ড গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছেন।
ইসলাম ধর্মের মানুষের জন্য রমজান পবিত্র মাস হিসেবে পরিচিত। এই পবিত্র মাসেই বিশ্বের ১৬টি দেশে এসব হামলা চালিয়ে তার দায় স্বীকার করে আইএসআইএল।
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, জ্যঁ পল বলেন, যদিও এ মুহূর্তে আইএসআইএল তাদের সীমানা বৃদ্ধি করতে পারছে না, কিন্তু এ ধরনের হামলার মাধ্যমে তারা সামরিক সংগঠন থেকে সত্যিকারের সন্ত্রাসী সংগঠনের পরিণত হচ্ছে। তিনি জানান, এসব হামলার বেশির ভাগ চালানো হয়েছে ৬ জুন থেকে ৫ জুলাইয়ের মধ্যে। হামলার মূল লক্ষ্য ছিল ইরাক ও সিরিয়া।
জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, ‘এতে কোনো সন্দেহ নেই যে দুর্ভাগ্যজনকভাবে সন্ত্রাসবাদের হুমকি ও এর দৃশ্যমান আঘাত বিশ্বের বিভিন্ন স্থানের ওপর বজায় রয়েছে। শিগগিরই পৃথিবী নিরাপদ হচ্ছে না।’
এদিকে, রমজান মাসে চালানো হামলা সম্পর্কে সন্ত্রাসী গোষ্ঠি আইএসআইএলের মুখপাত্র ও শীর্ষনেতা আবু মোহাম্মাদ আল আদনানি অনলাইনে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘রমজান মাস এসেছে। এই মাস আক্রমণ ও জিহাদের। এই মাস বিজয়েরও। তাই তৈরি হও ও প্রস্তুত থাকো। আল্লাহর নামে জয়ী হতে এই মাসকে ব্যবহার করো’!!!
source : abna24