বাঙ্গালী
Wednesday 27th of November 2024
0
نفر 0

কল্যাণপুরে পুলিশ ও জঙ্গিদের মধ্যে গোলাগুলি

আবনা ডেস্ক: রাজধানীর কল্যাণপুরে পুলিশ ও জঙ্গি-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি হয়েছে। সোমবার দিবাগত মধ্যরাতের পর এই গোলাগুলি শুরু হয়। এ সময় গুলিতে হাসান নামে একজন গুলিবিদ্ধ হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাছাড়া জঙ্গিদের গ্রেনেড হামলায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন বলে তাৎক্ষনিকভাবে জানা গেছে
কল্যাণপুরে পুলিশ ও জঙ্গিদের মধ্যে গোলাগুলি

আবনা ডেস্ক: রাজধানীর কল্যাণপুরে পুলিশ ও জঙ্গি-সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলি হয়েছে। সোমবার দিবাগত মধ্যরাতের পর এই গোলাগুলি শুরু হয়।
এ সময় গুলিতে হাসান নামে একজন গুলিবিদ্ধ হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাছাড়া জঙ্গিদের গ্রেনেড হামলায় এক পুলিশ সদস্য আহত হয়েছেন বলে তাৎক্ষনিকভাবে জানা গেছে।
সকাল ৬টার দিকে এ রিপোর্ট লিখার সময় আইন প্রয়োগকারী সংস্থার বিপুল সংখ্যক কল্যাণপুর ৫ নম্বর সড়কের পাঁচতলাবিশিষ্ট একটি বাড়িসহ এলাকাটি ঘিরে রেখেছে।
ভোর সাড়ে ৫টার দিকে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের অতিরিক্ত উপ-কমিশনার ছানোয়ার হোসেন জানান, একটি বাড়ির ভেতরে ৭-৮জন জঙ্গি অবস্থান করছে। আপাদত তারা হামলা বন্ধ রেখেছে। পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে।
তিনি জানান, দ্রুত সময়ের মধ্যেই বাড়ির ভেতর অভিযান চালানো হবে। ঘটনাস্থকে ঘিরে ৫০০ পুলিশ, সোয়াত, বোম্ব ইউনিট, কাউন্টার টেরোরিজম ইউনিট এবং ডিবি সদস্য রয়েছে। বাড়ির ভেতর থেকে জঙ্গিরা আল্লাহু আকবর ধনি দিচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ত্রাসীরা নারায়ে তাকবির ও আল্লাহু আকবর বলে পুলিশের ওপর গুলি চালায়। বেশ কয়েকটি বোমা বিস্ফোরণও ঘটায়। ঘটনাস্থলকে ঘিরে পুলিশ ও র‌্যাবের পাশাপাশি আইন প্রয়োগকারী সংস্থার অন্য সদস্যরাও অবস্থান করছে।
তারা সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলেছে। স্থানীয় বাসিন্দাদের অনেকের বাসায় তল্লাশিও চলছে বলে জানা গেছে।
এর আগে রাত চারটায় পুলিশের মিপুর বিভাগের উপকমিশনার মাসুদ আহেমদ জানান পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসেনি। এ বিষয়ে এখন কথা বলা যাচ্ছে না। এখনও অভিযান চলছে।
মিরপুর থানায় ফোন করা হলে ডিউটি অফিসার রফিকুল ইসলাম জানান, পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়েছেন। সেখানে থেমে থেমে গুলি চলছে। এর বেশি তথ্য এই মুহূর্তে থানায় নেই।
রাত সোয়া ১টার দিকে কল্যাণপুর ফুটওভার ব্রিজের পাশে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে মিরপুর, দারুস সালামসহ আশেপাশের কয়েকটি থানার পুলিশ জরুরি তলবে একত্রিত হয়ে ওই এলাকায় অভিযান শুরু করে।
মিরপুর থানার ওসি ভূইয়া মাহবুব হোসেন রাত আড়াইটার দিকে জানান, ‘এই মূহুর্তে কিছুই জানানো যাচ্ছে না। আমরা ঘটনাস্থলে আছি। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।’
মিরপুর জোনের সহকারী কমিশনার (এসি) মাহবুব রহমান জানান, পুলিশ কল্যাণপুর ফুটওভার ব্রিজের সামনে থেকে ৫ নম্বর সড়ক পর্যন্ত ঘিরে রেখেছে। ওই সড়কের একটি বাড়িতে জঙ্গি আস্তানা রয়েছে- এমন তথ্য পেয়েই পেয়েই অভিযানে যাওয়া হয়।
এদিকে ঢামেক হাসপাতাল ফাঁসির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, গুলিবিদ্ধ যুবকের মাথায় ও পায়ে গুলি লেগেছে। তার অবস্থা আশংকাজনক।


source : abna24
0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

মিথ্যা অভিযোগে হেরাতে শিয়া আলেম ...
ইসরায়েলের বিরুদ্ধে ইন্তিফাদার ...
আবনা : ইয়েমেন আগ্রাসীদের ...
সিরিয়া- লেবানন অভিন্ন সীমান্তে ...
বাহরাইনে ইমাম হোসাইন (আ.)এর ...
পশ্চিমবঙ্গে প্রবীণ খ্রিস্টান ...
মোরায় কক্সবাজারে দুই শতাধিক ...
ক্যান্সার দিবস : যে লক্ষণগুলো ...
আনসারুল্লাহ'র দখলে সৌদি আরবের ...
২৮০ জন শরণার্থীকে সমুদ্রে ...

 
user comment