বাঙ্গালী
Sunday 1st of September 2024
0
نفر 0

কাশ্মীরে বাড়ানো হল বন্ধ, ক্ষোভের মুখে মেহবুবা

আবনা ডেস্ক : জম্মু-কাশ্মীরে চলমান পরিস্থিতিতে বন্ধের মেয়াদ ৫ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। কাশ্মীরে আন্দোলনকারী নেতারা বন্ধের মেয়াদ বৃদ্ধি করায় এবং সেখানে কার্ফিউসহ অন্যান্য নিষেধাজ্ঞা বলবৎ থাকায় অচলাবস্থা অব্যাহত রয়েছে। আজ সোমবার অনন্তনাগ জেলায় কাজিগান্দ এলাকায় শ্রীন
কাশ্মীরে বাড়ানো হল বন্ধ, ক্ষোভের মুখে মেহবুবা

আবনা ডেস্ক : জম্মু-কাশ্মীরে চলমান পরিস্থিতিতে বন্ধের মেয়াদ ৫ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। কাশ্মীরে আন্দোলনকারী নেতারা বন্ধের মেয়াদ বৃদ্ধি করায় এবং সেখানে কার্ফিউসহ অন্যান্য নিষেধাজ্ঞা বলবৎ থাকায় অচলাবস্থা অব্যাহত রয়েছে।
আজ সোমবার অনন্তনাগ জেলায় কাজিগান্দ এলাকায় শ্রীনগর-জম্মু মহাসড়কে সিআরপিএফ জওয়ান এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে ১ ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। চিকিৎসকরা বলছেন, মুস্তাক আহমেদ শাহ নামে ওই ব্যক্তি গুলিবিদ্ধ হওয়ার পাশাপাশি পেলেট গানের ছররা গুলিতৌ মারাত্মকভাবে আহত হয়েছেন। সংঘর্ষের ঘটনায় ৩ সিআরপিএফ জওয়ানও আহত হয়েছেন। আহতদের সকলকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
রাজ্যটিতে কার্ফিউ ও বন্ধ এবং অন্যান্য নিষেধাজ্ঞা ২৪তম দিনে পৌঁছেছে। আজ দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা, কুলগাম এবং শোপিয়ান জেলার একাংশে কারফিউ চলছে। অন্যদিকে শ্রীনগর, বাড়গাম, কুপওয়ারা এবং বারামুল্লা জেলায়ও নিষেধাজ্ঞা জারি রয়েছে। আইনশৃঙ্খলা অক্ষুণ্ন রাখতে প্রতিরোধমূলক পদক্ষেপ নেয়া হয়েছে বলে পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা জানিয়েছেন।
হুরিয়াত নেতা সাইয়েদ আলী শাহ গিলানি, মীরওয়াইজ ওমর ফারুক এবং জেকেএলএফ প্রধান ইয়সিন মালিক চলতি মাসের শুরু থেকে ৫ দিন ধরে যৌথ আন্দোলনের কর্মসূচি হাতে নিয়েছেন। কাশ্মীরি নেতারা জনতা, বিশেষ করে যুবকদের সড়ক, প্রাচীর এবং দোকানের শাটারে স্বাধীনতার সমর্থনে সেøাগান লিখে নিজেদের অনুভুতি প্রকাশ করার আহ্বান জানিয়েছেন।
জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হিজবুল মুজাহিদীন অধিনায়ক বুরহান ওয়ানি নিহত হওয়ার এত দিন পরেও মানুষজন এখনও এতটাই ক্ষুব্ধ যে, গতকাল সাধারণ মানুষের বিক্ষোভের মুখে পড়েন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। শ্রীনগরের একটি মহিলা কলেজে পরীক্ষার ব্যবস্থাপনা খতিয়ে দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তিনি। এ দিন প্রি-মেডিকেল এবং প্রি-ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষা ছিল। বন্ধ এবং সহিংস পরিবেশের মধ্যে পরীক্ষায় বসতে হওয়ায় শিক্ষার্থীদের অভিভাবকরা মেহেবুবাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান।
অন্যদিকে, কাশ্মীরে চলমান সহিংসতায় এ পর্যন্ত যারা নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাতে রোববার পুলওয়ামা জেলার কারিমাবাদ কবরস্থানে কমপক্ষে ৭০ হাজার মানুষ জড়ো হয়। এ উপলক্ষে এক সমাবেশে প্রতিবাদকারীরা পাকিস্তানের পতাকা উড়িয়ে বিক্ষোভ দেখায়।
এছাড়া গতকালই ন্যাশনাল কনফারেন্স ছেড়ে কাশ্মীরি আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেয়ার ঘোষণা দিয়েছেন ইফতিখার মিসগার। মেহবুবা মুফতির বিরুদ্ধে সাম্প্রতিক উপনির্বাচনে লড়াই করেছেন তিনি। একটি সূত্রে প্রকাশিত হয়, মিসগারকে আন্দোলনরত জনতা স্থানীয় একটি মসজিদে নিয়ে যায় এবং তাকে স্বাধীনতার সমর্থনে সেøাগান দিতে বলে। তাকে মূলধারার রাজনীতি ছেড়ে দেয়ার জন্য বলা হয়। এ সময় তিনি ন্যাশনাল কনফারেন্স থেকে ইস্তফা দেয়ার ঘোষণা দেয়ার পাশাপাশি প্রতিরোধ আন্দোলনে শামিল হওয়ার কথা জানান।#


source : abna24
0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

আগ্রাসন অব্যাহত; সৌদি ঘাঁটিতে ...
ইসরাইলকে দিয়ে ইয়েমেনে ২ নিউট্রন ...
আযানের মধুর ধ্বনিতে মুসলমান হলেন ...
পাকিস্তানে তত্পর আইএসআইএল ; ...
অবশেষে আত্মসমর্পণ করলেন পুজদেমন
৪১৮ যাত্রী নিয়ে প্রথম হজ্ব ফ্লাইট ...
পাকিস্তানের কুয়েত্তা শহরে ...
বাহরাইন সরকারকে অবশ্যই ...
সামেরা শহরে ৫ বিস্ফোরণ ; বদর ...
ইয়েমেনের জনগণের সমর্থনে লন্ডনে ...

 
user comment