বাঙ্গালী
Sunday 24th of November 2024
0
نفر 0

অবশেষে গ্রিসের রাজধানীতে মসজিদ নির্মাণের অনুমতি

আবনা ডেস্ক: দেড়শ বছরের মধ্যে এই প্রথম গ্রিসের রাজধানী এথেন্সে মসজিদ নির্মাণের অনুমতি দিয়েছে দেশটির পার্লামেন্ট। এথেন্সের কয়েক হাজার মুসলমানের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এ অনুমোদন দেয়া হয়। অবশ্য ক্ষমতাসীন জোটের মধ্যে সিরিজা পার্টি বিলের পক্ষে ভোট দিলেও বিরোধিতা করেছে ইন্ডিপেন্ডেন্ট গ্রিকস পার্
অবশেষে গ্রিসের রাজধানীতে মসজিদ নির্মাণের অনুমতি

আবনা ডেস্ক: দেড়শ বছরের মধ্যে এই প্রথম গ্রিসের রাজধানী এথেন্সে মসজিদ নির্মাণের অনুমতি দিয়েছে দেশটির পার্লামেন্ট।
এথেন্সের কয়েক হাজার মুসলমানের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এ অনুমোদন দেয়া হয়।
অবশ্য ক্ষমতাসীন জোটের মধ্যে সিরিজা পার্টি বিলের পক্ষে ভোট দিলেও বিরোধিতা করেছে ইন্ডিপেন্ডেন্ট গ্রিকস পার্টি। শেষ পর্যন্ত ২৩০ আসনের পার্লামন্টে দুইশ'র বেশি ভোট পেয়ে বিলটি পাস হয়।
জেনারেল অ্যাকাউন্টিং অফিসের দেয়া তথ্য অনুযায়ী, এথেন্সের ইলায়োনাস এলাকায় মসজিদটি নির্মাণ হবে। এটি নির্মাণে ব্যয় হবে ১০ লাখ ইউরো। নির্মাণ ব্যয়ের পুরোটাই বহন করবে সরকার।
রাজধানীতে একটি মসজিদ নির্মাণের প্রতি সমর্থন জানিয়ে শিক্ষামন্ত্রী নিকোস ফিলিস বলেন, 'বর্তমান অস্থায়ী মসজিদগুলো দেশের জন্য মর্যাদাহানিকর এবং গ্রিসের নিরাপত্তার জন্য হুমকি।'
তবে মসজিদ নির্মাণের বিরোধিতা করে ইন্ডিপেন্ডেন্ট গ্রিকস পার্টির ডেপুটি এমপি জি লেজারিডিস বলেন, 'পার্টির এ দ্বিমত নতুন কিছু নয়, এটা চূড়ান্ত সীমা যা আমরা শুরুতেই বলেছিলাম। এতে প্রমাণিত হয়, আমরা সিরিজা পার্টির সব কিছুর সঙ্গে একমত নই।'
এই মসজিদের কোনো মিনার থাকবে না। এতে ৩৫০ জন মুসল্লি এক সঙ্গে নামাজ আদায় করতে পারবেন। মসজিদ কমপ্লেক্সের মধ্যে পার্কিং এবং শিশুদের বিনোদনের ব্যবস্থাও থাকবে।
শিক্ষামন্ত্রী জানান, মসজিদ নির্মাণের অনুমোদন দিয়ে ২০০০ সালে একটি আইন পাস হয়েছিল। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতার কারণে এটি এখনও বাস্তবায়িত হয়নি।


source : abna24
0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

গাজা উপত্যকার দরিদ্র জনগোষ্ঠীর ...
অবশেষে গ্রিসের রাজধানীতে মসজিদ ...
ইরান-পাকিস্তান গ্যাস পাইপ লাইন ...
শিয়া মাযহাব গ্রহণ করলেন ...
পরীক্ষার খাতায় মায়ের গল্প লিখে ...
মিশরের ইখওয়ানুল মুসলিমিনের ...
দানবীর হাজি মুহাম্মদ মহসিনের ...
বিশ্ব কুদস দিবস উপলক্ষে ঢাকায় ...
ইসলাম বিদ্বেষীরা শিয়া-সুন্নি ...
প্রাণভিক্ষার আলোচনা করতে ছেলেকে ...

 
user comment