আবনা ডেস্কঃ প্রতি বছরের মতো এবারও অবরুদ্ধ গাজা উপত্যকার দরিদ্র জনগোষ্ঠীর জন্য ইফতারি পাঠানোর ব্যবস্থা করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় পবিত্র রমজান মাস শুরুর আগেই এই ইফতারি পাঠানো শুরু হয়।
গাজা থেকে বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, প্রতিদিন উপত্যকায় ৭,৫০০ ইফতারির প্যাকেট বিতরণ করা হচ্ছে এবং এই কার্যক্রম পবিত্র ঈদুল ফিতর পর্যন্ত চলবে।
উপত্যকার আশ-শুজায়িয়া এলাকায় বিশেষভাবে এই কার্যক্রম চালাচ্ছে ইরান। ২০১৪ সালে ইহুদিবাদী ইসরাইলি আগ্রাসনে এই এলাকাটি পুরোপুরি বিধ্বস্ত হয়েছিল।
গাজাবাসীর জন্য পাঠানো ইফতারির প্যাকেটে রয়েছে চাল, গরুর গোশত, মুরগীর গোশত, মাছ, খোরমা, সবজি এবং পানীয়।
শহীদ ও আহত ফিলিস্তিনিদের পরিবার, ইসরাইলি কারাগারে আটক ব্যক্তিদের পরিবার এবং যারা যুদ্ধে তাদের সহায়-সম্বল হারিয়েছে তাদেরকে এই সাহায্য দেয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেয়া হচ্ছে। গত কয়েক বছর ধরে গাজা উপত্যকায় এই সাহায্য কার্যক্রম চালিয়ে আসছে ইরান।
ইহুদিবাদী ইসরাইল গত ১০ বছর ধরে গাজা উপত্যকার ওপর কঠোর অবরোধ আরোপ করে রেখেছে। উপত্যকাটি তিনদিক দিয়ে ইসরাইল বেষ্টিত এবং এর একদিকে রয়েছে সাগর। তবে গাজার ফাতাহ এলাকার সঙ্গে মুসলিম দেশ মিশরের কয়েক কিলোমিটার দীর্ঘ সীমান্ত থাকলেও তেল আবিবের সঙ্গে সংহতি প্রকাশ করে ওই সীমান্ত বন্ধ করে রেখেছে কায়রো।#