আবনা ডেস্ক: পাকিস্তানে গুপ্তচরবৃত্তির অভিযোগে এক মার্কিন নাগরিককে আটকের পর শনিবার দেশে ফেরত পাঠানো হয়েছে। খবর টাইসম অব ইন্ডিয়ার।
ম্যাথু ক্রেগ ব্যারেট (৩৩) নামের ওই ব্যক্তি ২০১১ সালে আরও একবার সেনা সুরক্ষিত ফতেহ জং এলাকায় আটক হয়েছিলেন। সেখানে তিনি পাকিস্তানের একটি পরমাণু স্থাপনার গোপন তথ্য সংগ্রহ করতে গিয়ে ধরা পড়েছিলেন।
এরপর থেকে ম্যাথু ক্রেগ পাকিস্তান সরকারের কালো তালিকাভুক্ত ছিলেন। সম্প্রতি হিউস্টনে অবস্থিত পাকিস্থানের কনস্যুলেট থেকে ভিসা নিয়ে আবারও ইসলামাদের একটি গেস্টহাউজে অবস্থান করছিলেন এই মার্কিন চর।
পাকিস্তান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সরফরাজ হোসেন জানান, কালো তালিকাভুক্ত মানে তিনি দেশের জন্য বিরাট হুমকি।
২০১১ সালে সিআইয়ের রেমন্ড এলেন ডেভিস নামে এক এজেন্ট লাহরে দু'জনকে গুলি করে হত্যা করে। ওই ঘটনার পর দেশ দুটির মধ্যকার কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন দেখা দেয়।#
source : abna24