আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর নাজরানের উপর দৃষ্টি রাখা যায় এমন উঁচু টিলাগুলোর ভিডিও প্রচার করে ইয়েমেনের আল-মাসিরা টিভি চ্যানেল উল্লেখ করেছে যে, নাজরান এলাকায় দ্রুত অগ্রসর হচ্ছে ইয়েমেনি বাহিনী।
আল-মাসিরা’র ঐ প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেন সেনাবাহিনী ও সাহসী যোদ্ধারা আজ (শুক্রবার, ১২ আগস্ট) নাজরান শহরের পশ্চিমাঞ্চলের এমন কিছু উচ্চতা নিজেদের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে যেগুলো থেকে শহরের উপর দৃষ্টি রাখা যায়।
ইয়েমেনে’র ‘আন-নাজমুস সাকিব’ ওয়েব সাইটে বলা হয়েছে, ইয়েমেন সেনাবাহিনী গতকাল (বৃহস্পতিবার, ১১ আগস্ট) মাখরুখ সামরিক এলাকায় দু’টি সৌদি সামরিক যান ধ্বংস করতে সক্ষম হয়েছে।
ওয়েব সাইটটি আরো জানিয়েছে, এছাড়া আল-মাখরুখ সামরিক এলাকার সেনা ঘাঁটিগুলোয় কয়েকটি অস্ত্রাগারকে লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে।
এদিকে, ইয়েমেনের ‘আশ-শিমাল’ নিউজ ওয়েব সাইট লিখেছে, আল-মাখরুক এলাকায় আজ ইয়েমেনি বাহিনী’র সাথে সংঘর্ষে নিহত হয়ে ২ সৌদি সেনা।
সামরিক এক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানা গেছে যে, ইয়েমেন সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিট, আজ দূরনিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্রের মাধ্যমে আল-মাখরুক এলাকায় সৌদি সেনা ছাউনিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন সৌদি সেনা হতাহত হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, গতবছর থেকে কয়েকটি আরব দেশের সহযোগিতায় ইয়েমেনে’র উপর হামলা শুরু করে সৌদি আরব। তারা পদত্যাগকৃত প্রেসিডেন্ট আব্দু রাব্বিহি মানসুর হাদি’কে পূনরায় ক্ষমতায় ফিরিয়ে আনতে এ হামলা অব্যাহত রেখেছে। অথচ এ হামলা নাগাদ ৭ সহস্রাধিক ব্যক্তির প্রাণহানী, লক্ষ লক্ষ ইয়েমেনি’র বাড়ি-ঘর ধ্বংস এবং ইয়েমেনের অবকাঠামো ধ্বংস ছাড়া আর কোন ফল বয়ে আনেনি।#
source : abna24