আবনা ডেস্ক: ভারতের কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে পাঁচজন নিহত হয়েছে। এসময় সংঘর্ষে আরও কমপক্ষে ১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার জম্মু কাশ্মীরের বুদগ্রাম জেলার মাগাম এলাকার একটি গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে। জানা গেছে, বিক্ষুব্ধ গ্রামবাসী সেনা সদস্যদের লক্ষ্য করে পাথর ছুড়লে তাদের ছত্রভঙ্গ করতে সেনা সদস্যরা নির্বিচারে গুলি চালায়। এতে ওই পাঁচজন নিহত হন। খবর এনডিটিভির।
এ নিয়ে গত জুলাই মাসে নিরাপত্তা বাহিনীর হাতে স্থানীয় নেতা বুরহান ওয়ানি (২২) নিহত হওয়ার পর থেকে ওই উপত্যকায় ৬৫ জনের প্রাণহানির ঘটনা ঘটলো।
এদিকে নতুন করে শুরু হওয়া এ সংঘাত নিয়ে মঙ্গলবার দিল্লীতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দভাল ও গোয়েন্দা ব্যুরোর পরিচালকের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি বিক্ষুব্ধ লোকজনকে সংঘাতের পথ পরিহারের আহ্বান জানিয়েছেন। তিনি আলোচনার মাধ্যমে দীর্ঘ দিনের এ সমস্যার সমাধান সম্ভব বলে জানান।
মেহবুবা আশা প্রকাশ করেন, অটল বিহারি বাজপেয়ীর সময় শুরু হওয়া শান্তি আলোচনা নরেন্দ্র মোদি শেষ করতে পারবেন। এ জন্য সবাইকে শান্ত হতে বলেন তিনি।#
source : abna24