আবনা ডেস্ক: সিরিয়ার ভেতর ঢুকেছে তুরস্কের বিশেষ বাহিনী। তুরস্কের সীমান্ত সংলগ্ন সিরিয়ার একটি নগরীতে তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বিরোধী অভিযানের নামে আজ (বুধবার) এ বাহিনী দেশটিতে ঢুকেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক তুর্কি কর্মকর্তা এ কথা জানিয়েছেন। তারা বলেছেন, গোলন্দাজ হামলা চালানোর পর তুরস্কের বিশেষ বাহিনীর ইউনিটগুলো সিরিয়ার জারাবলাস নগরীতে ঢুকেছে। সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো প্রদেশে এ নগরী অবস্থিত। রাজধানী দামেস্ক থেকে ৩৯৮ কিলোমিটার উত্তরে এর অবস্থান।
তুর্কি এবং মার্কিন নেতৃত্বাধীন জোটের জঙ্গিবিমান নগরীর ভেতরে এবং আশপাশের লক্ষ্যবস্তুগুলোর ওপর হামলা করেছে। তুর্কি কর্মকর্তারা বলেছেন, জারাবলাস নগরীতে তুরস্কের পদাতিক বাহিনী ঢোকার উপযোগী পথ তৈরির তৎপরতা চালাচ্ছে দেশটির বিশেষ বাহিনী।
তুর্কি সীমান্ত সংলগ্ন এলাকা থেকে সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে নির্মূল করা এবং নতুন করে শরণার্থীর ঢল ঠেকানোর উদ্দেশ্যে এটি করা হচ্ছে বলে দাবি করেছে তুরস্ক।
আঙ্কারা দীর্ঘদিন ধরে সিরিয়ার বিরোধিতা করলেও সম্প্রতি দামেস্ক সরকারের বিষয়ে সুর নরম করেছে এরদোগান সরকার।#
source : abna24