আবনা ডেস্ক: বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে পুলিশের ক্রিমিনোলজি ইনস্টিটিউটের বাইরে একটি বোমা বিস্ফোরিত হয়েছে। তৎক্ষণাৎ বোমায় কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
স্থানীয় সময় রোববার (২৮ আগস্ট) রাত আড়াইটায় একটি গাড়িতে পেতে এ বোমা হামলা চালানো হয়। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।
প্রশাসনের কর্মকর্তারা বলছেন, ‘এক বা একাধিক সন্দেহভাজন’ বোমাটির বিস্ফোরণ ঘটিয়েছে। তবে কাউকে তৎক্ষণাৎ শনাক্ত করা যায়নি।
কী কারণে স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানটিতে হামলা চালানো হয়েছে তা তৎক্ষণাৎ নিশ্চিত হওয়া যায়নি। তবে, হামলায় কেউ হতাহত না হলেও ‘গুরুত্বপূর্ণ’ ক্ষতি হয়েছে বলে জানাচ্ছে সংবাদমাধ্যম।
গত মার্চে ব্রাসেলস এয়ারপোর্ট ও নগরীর মেট্রোরেলে কথিত ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের হামলায় ৩২ জন নিহত হওয়ার পর থেকে সর্বোচ্চ সতর্কাবস্থানে রয়েছে বেলজিয়ান প্রশাসন।
source : abna24