আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: প্রায় ২ শতাব্দি পর এথেন্সে মসজিদ নির্মাণের অনুমোদন দিল গ্রীক সরকার। নির্মাণ কাজ দ্রুত এগিয়ে নিতে চলতি মাসে নতুন বাজেটও প্রদান করেছে দেশটির সরকার।
মসজিদ নির্মাণের জন্য নির্ধারিত বাজেটের ভিত্তিতে ধারনা করা হয়েছিল যে, নির্মাণ কাজ শেষ হতে প্রায় ১০ বছর সময় লাগবে। কিন্তু নতুন বাজেট সংযোজনের ফলে নির্মাণ কাজের সময় অনেকটাই কমে আসছে।
তবে মসজিদের স্থানের বিষয়ে নাখোশ এথেন্সের মুসলমানরা। তাদের অভিযোগ, মসজিদটি তাদের বসবাসস্থল থেকে অনেক দূরে এবং কয়েকটি কারখানা ও গোডাউনের মাঝখানে নির্মিত হচ্ছে। মুসলমানরা মনে করছেন, এমন একটি মসজিদ এ ধরনের স্থানে নির্মাণ না করে মুসলমানদের হাতের নাগালে থাকে এমন স্থানে নির্মাণ করা উচিত ছিল।
এথেন্সে বসবাসরত জনৈক মুসলিম জানিয়েছেন, আমরা মুসলমানরা অন্যদের মত গ্রীসের নাগরিক। অন্যদের মত আমরাও কর প্রদান করি। এটা আমাদের অধিকার যে, এমন একটি স্থানে আমাদের ইবাদতের স্থান নির্মিত হবে যেখানে সহজে যাতায়াত করা সম্ভব হয়।
উসমানীয়রা (অটোমান) গ্রীস ছেড়ে যাওয়ার পর দেশটিতে ১০ লক্ষাধিক মুসলমান থাকলেও এথেন্সে মসজিদ নির্মাণের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। কিছু কিছু পরিসংখ্যানের ভিত্তিতে এথেন্সে অন্তত ২ লক্ষ মুসলমান বসবাস করে। তারা বিগত ১৮০ বছর যাবত গোপনে ও আন্ডারগ্রাউন্ডে নির্মিত মসজিদ ও নামাযখানাতে নামায আদায় করত।
বর্তমানে মধ্যপ্রাচ্য ও আফ্রিকা থেকে বিপুল সংখ্যক শরণার্থী আশ্রয় গ্রহণের ফলে এথেন্সে মুসলমানদের সংখ্যা লক্ষ্যণীয় হারে বৃদ্ধি পেয়েছে। এ সকল শরণার্থীদের ইবাদতের জন্যও মসজিদের প্রয়োজন অনুভূত হচ্ছে।#
source : abna24