আবনা ডেস্ক: সিরিয়ার আলেপ্পোতে আইএসআইএলে'র মুখপাত্র আবু মুহাম্মদ আল-আদনানি মার্কিন বিমান হামলায় নিহত হওয়ার খবর নিশ্চিত করে মঙ্গলবার একটি শোক বার্তা প্রকাশ করে আইএসআইএল।
আইএসআইএলের বার্তা সংস্থা আমাক নিউজ এজেন্সিতে আদনানির মৃত্যুর খবরটি নিশ্চিত করা হয়। খবর এএফপির।
এ দিকে ওয়াশিংটনে পেন্টাগনের মুখপাত্র পিটার কুক এক বিবৃতিতে দাবি করেন, আলেপ্পোতে নিহত আইএসআইএল নেতা আবু মোহাম্মদ আল-আদনানি গুলশান হামলাসহ বিশ্বের উল্লেখযোগ্য বেশ কয়েকটি হামলার পরিকল্পনাকারী ছিলেন।
এর মধ্যে উল্লেখযোগ্য হলো-প্যারিস, ব্রাসেলস, ইস্তাম্বুল, সিনাই উপত্যকায় রাশিয়ান বিমান ভূপাতিত কারাসহ বেশ কয়েকটি হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন আবু মোহাম্মদ আল-আদনানি।
এসব হামলায় ১৮০০ মানুষ প্রাণ হারিয়েছে এবং আহত হয়েছে আরও ৪ হাজার লোক। তিনি আল কায়দার নীতি নির্ধারণী পরিষদ সূরা সদস্যও ছিলেন এক সময়।
পেন্টাগন জানায়, আলেপ্পো প্রদেশের আল-বাব এলাকায় মার্কিন বাহিনীর অভিযানে আদনানি নিহত হতে পারেন। তিনি শুধু জঙ্গি সংগঠনটির মুখপাত্রই ছিল না, নীতি নির্ধারকদেরও একজন ছিলেন।
আমাক নিউজের খবরে বলা হয়, সিরিয়ার আলেপ্পো শহরে সামরিক হামলা প্রতিরোধ করতে গিয়ে এই শীর্ষ জঙ্গি'র মৃত্যু হয়।#
source : abna24