আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: শুক্রবার প্রকাশিত ‘হুথি’ পত্রিকাকে দেয়া এক সাক্ষাতকারে আব্দুল মালেক হুথি বলেন: ‘এ আগ্রাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের। নৌ ও আকাশ পথে হামলায় সৌদি আরবকে লজিস্টিক সাপোর্ট দিচ্ছে তারা এবং বিভিন্ন ধরনের অস্ত্র সরবরাহের পাশাপাশি এ আগ্রাসনের কারণে জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর পক্ষ থেকে রিয়াদের উপর যে চাপ রয়েছে সে বিষয়ে রাজনৈতিক সহযোগিতা দিচ্ছে।
জাতিসংঘের মধ্যস্থতায় শুরু হওয়া আলোচনা ব্যর্থ হওয়ার কারণ হিসেবে ইয়েমেনের পদত্যাগকৃত প্রেসিডেন্ট আব্দু রাব্বি মানসুর হাদী’র পক্ষ থেকে সংলাপে অংশগ্রহণকারীদেরকে দায়ী করেন তিনি। এ সংলাপ গত মাসে কুয়েতে অনুষ্ঠিত হয়েছিল।
ইয়েমেনের আনসারুল্লাহ মুভমেন্টের প্রধান ইয়েমেন আগ্রাসন শুরুর পর প্রদত্ত প্রথম সাক্ষাতকারে বলেন: সৌদি মদতপুষ্ট প্রতিনিধিরা সংলাপের প্রকৃত অর্থই বুঝতে পারেনি।
আব্দুল মালেক হুথি বলেন: ‘সংলাপের পথে মূল বাধা হচ্ছে এ বিষয়ে যে, প্রতিপক্ষ সংলাপের মাধ্যমে এমন কিছু অর্জন করতে চান যেটা তারা যুদ্ধের মাধ্যমে চেয়েছিলেন। তাদের বোঝা উচিত সংলাপ ও সন্ধির পথ যুদ্ধের পথ থেকে আলাদা’।#
source : abna24