আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোট কর্তৃক ইয়েমেনের সায়াদাহ প্রদেশের ‘আস-সাহান’ এলাকার উপর চালানো বিমান হামলায় অন্তত ১৬ জন শহীদ হয়েছেন।
সায়াদা’র স্থানীয় এক সূত্র জানিয়েছে, সৌদি বিমান বাহিনী আস-সাহান অঞ্চলে ‘আবু সালেহ যিনাহ’র বাড়িকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করলে ৩ পরিবারের ১৬ সদস্য শহীদ হয়। শহীদদের অধিকাংশই নারী ও শিশু।
সূত্রটি আরো জানিয়েছে, সৌদি বিমান বাহিনী’র উপর্যপুরি হামলার কারণে ঐ বাড়ি থেকে নিহতদের কয়েকজনের লাশ বের করা গেলেও ধ্বংসস্তূপের মাঝে কয়েকজনের লাশ এখনো চাপা পড়ে আছে।
সম্প্রতি জাতিসংঘ এ বিষয়টিকে উল্লেখ করেছে যে, ইয়েমেনের উপর সৌদি আগ্রাসনের সময় থেকে গত ১৮ মাসে অন্তত ১০ হাজার লোক নিহত হয়েছে।
এর আগে গত ২৪ আগস্ট জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা এক প্রতিবেদনে উল্লেখ করেছিল, ইয়েমেনের উপর সৌদি আরবের নেতৃত্বাধীন বিমান বাহিনীর হামলায় ৩ হাজার ৭৯৯ জন বেসামরিক লোক নিহত হয়েছে এবং আহত হয়েছে ৬ হাজার ৭১১ জন ইয়েমেনি।
ইয়েমেনের বিভিন্ন আবাসিক এলাকা, বাজার, হাসপাতাল ও স্কুলের উপর হামলার বিষয়টিও ঐ প্রতিবেদনে উল্লেখ করা হয়। এছাড়া পরিকল্পিতভাবে হত্যা, ক্লাস্টার বোমা ও মাইনের ব্যবহার এবং হামলায় স্নাইপারদের ব্যবহারের নিন্দা জানানো হয়েছে এতে।#