আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: আল-আযহারের বিশিষ্ট মুফতি ‘শেইখ আহমাদ কারিমাহ’ বলেছেন: যে ধর্মের প্রচার সালাফিরা করছে তা মহানবি হযরত মুহাম্মাদ (স.) আনীত ধর্ম নয়, বরং মুহাম্মাদ ইবনে আব্দুল ওয়াহাবের ধর্ম। তিনি সালাফিদের তীব্র সমালোচনা করে বলেন: বিদআত প্রণয়নের মাধ্যমে সমাজের সকল ক্ষেত্রে তারা অরাজকতা সৃষ্টি ক
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: আল-আযহারের বিশিষ্ট মুফতি ‘শেইখ আহমাদ কারিমাহ’ বলেছেন: যে ধর্মের প্রচার সালাফিরা করছে তা মহানবি হযরত মুহাম্মাদ (স.) আনীত ধর্ম নয়, বরং মুহাম্মাদ ইবনে আব্দুল ওয়াহাবের ধর্ম।
তিনি সালাফিদের তীব্র সমালোচনা করে বলেন: বিদআত প্রণয়নের মাধ্যমে সমাজের সকল ক্ষেত্রে তারা অরাজকতা সৃষ্টি করছে।
আল-আযহারের বিশিষ্ট এ মুফতি আল-আসেমাহ স্যাটালাইট চ্যানেলের ‘ইনফিরাদ’ অনুষ্ঠানকে দেয়া এক টেলিফোন সাক্ষাতকারে বলেন: সালাফিদের কারণেই কুফর ও নাস্তিকতা সম্প্রসারিত হয়েছে। যে দিকেই হাত বাড়িয়েছে সেটারই ভাবমূর্তি নষ্ট করেছে সালাফিরা।
তিনি বলেন: তারা যে ধর্মের প্রচলন ঘটাচ্ছে তা মুহাম্মাদ ইবনে আব্দুল ওয়াহাবের সাথে সম্পৃক্ত নতুন একটি ধর্ম। মহানবি (স.) এর আনীত ধর্ম ও রেসালতের সাথে তার কোন সম্পর্ক নেই।#
source : abna24