আবনা ডেস্ক: সৌদি ও বাহরাইনের রাজ সরকারের অপরাধযজ্ঞের প্রতিবাদে গত শুক্রবার ইরানের সব শহরে ব্যাপক গণবিক্ষোভ হয়েছে। এসব বিক্ষোভে অংশ নিয়েছেন লাখ লাখ মুসল্লি।
গত শুক্রবার জুমা নামাজের পর রাজধানী তেহরানসহ ইরানের সব শহরে অনুষ্ঠিত এইসব বিক্ষোভ-মিছিলে মার্কিন ও ইসরাইল-বিরোধী শ্লোগানও দেয়া হয়।
গত বছরের হজের শেষ দিন তথা কুরবানির ঈদের দিন সৌদি অব্যবস্থাপনা ও উদাসীনতার ফলে মিনায় সৃষ্ট নজিরবিহীন ভিড়ের চাপে হাজার হাজার হজযাত্রীর প্রাণহানির ঘটনার বিচারও দাবি করা হয় এইসব মিছিলে। ওই ঘটনায় প্রায় ৪৬০ ইরানি হজযাত্রী শহীদ হন।
এ ছাড়াও বিক্ষোভকারী মুসল্লিরা ইয়েমেনে সৌদি আরবের নির্বিচার হামলা এবং শিশু ও নারীসহ সেখানকার বেসামরিক জনগণের ওপর সৌদি গণহত্যার তীব্র নিন্দা জানান।
বিক্ষুব্ধ ইরানিরা বাহরাইনের মুক্তিকামী জনগণ ও আলেম সমাজের প্রতিও সংহতি প্রকাশ করেছেন এবং তাদের ওপর বাহরাইনি শাসকগোষ্ঠীর দমন-পীড়নের নিন্দা জানান।
গত ২০ জুন বাহরাইনি কর্তৃপক্ষ দেশটির শীর্ষস্থানীয় শিয়া আলেম শেখ ঈসা কাসেমের নাগরিকত্ব বাতিল করে। বাহরাইন সরকার দেশটির কয়েকটি সংগ্রামী দলকেও নিষিদ্ধ ঘোষণা করেছে। বাহরাইনের জনগণের ৭৫ শতাংশই শিয়া মুসলমান।#
source : abna24