আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: আল-মায়াদিনের উদ্ধৃতি দিয়ে জানা গেছে মসুলের দক্ষিনাঞ্চলে অবস্থিত ‘কাইয়ারা’ এলাকা’র ‘আল-আওসাজা’ গ্রামের একটি বাড়িতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
দায়েশ সন্ত্রাসীরা প্রতিটি শহর ত্যাগের আগে শহরের বিভিন্ন ভবন ও বাড়িতে বোমা ও মাইন স্থাপন করে যায়। মসুলের ৬৩ কিলোমিটার দক্ষিনে অবস্থিত আল-কাইয়ারা এলাকা সন্ত্রাসীদের কবল থেকে পূর্ণ মুক্ত হওয়ার পর ইরাকের অন্যান্য এলাকার ন্যায় ঐ এলাকাতেও দায়েশ সন্ত্রাসীদের রেখে যাওয়া বোমা ও মাইন চিহ্নিত এবং নিস্ক্রিয় করণ অভিযান চলছে।
এদিকে, দায়েশের বিভিন্ন অবস্থানকে লক্ষ্য করে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় ১১ সন্ত্রাসী নিহত হয়েছে। তাদের মাঝে আবু বাকার আল-বাগদাদী’র ঘনিষ্ট এক জঙ্গিও রয়েছে।
আস-সুমারিয়া নিউজ এ সংবাদ প্রকাশ করলেও নিহত ঐ ব্যক্তির নাম ও তার সম্পর্কে বিস্তারিত কোন তথ্য দিতে পারেনি।#ফারস নিউজ
source : abna24