আবনা ডেস্ক : তেহরানের জুমআর নামাযের অস্থায়ী খতিব আয়াতুল্লাহ আহমাদ খাতামি বলেছেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মানবতার ওপর যে গণহত্যা চলছে তার মূলে রয়েছে সৌদি আরবের ওয়াহাবি মতবাদ। তিনি আরো বলেছেন, দারিদ্রপীড়িত ইয়েমেনে যে বর্বর আগ্রাসন চলছে তা হচ্ছে গত তিন শতাব্দি ধরে চলে আসা সৌদি আরবের অপরাধেরই চিত্র।
চেচনিয়ায় অনুষ্ঠিত সুন্নি ও আল-আযহার বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞদের অংশগ্রহণে অনুষ্ঠিত সম্মেলনের প্রতি ইঙ্গিত করে আয়াতুল্লাহ খাতামি বলেন, সৌভাগ্যক্রমে এসব বিশেষজ্ঞ সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন যে, ওয়াহাবি মতবাদের সঙ্গে ইসলামের সম্পর্ক নেই; এটি ইসলাম-বিরোধী মতবাদ। ইরানের শীর্ষ পর্যায়ের এ আলেম বলেন, ২৮০ বছর আগে সৌদি আরবের সরকার রাষ্ট্রীয় ক্ষমতা হাতে নিয়েছে এবং তাদের লক্ষ্য অর্জনের জন্য বর্বরতা, গণহত্যা ও লুটপাটের আশ্রয় নিয়েছে। ইয়েমেনে এখন তারই চিত্র প্রতিফলিত হচ্ছে।
তিনি বলেন, সৌদি সরকার হচ্ছে মানবতা-বিরোধী সরকার; মানবাধিকার, ইসলাম ও কুরআন-বিরোধী সরকার। এদের সঙ্গে সম্পর্ক রয়েছে ইহুদিবাদীদের যারা ইসলামের প্রতি প্রকাশ্য শত্রুতা করে থাকে। সিরিয়া প্রসঙ্গে আয়াতুল্লাহ খাতামি বলেন, আমেরিকা যতক্ষণ পর্যন্ত দেশটিতে উপস্থিত আছে ততক্ষণ পর্যন্ত সেখানে শান্তি ও স্থিতিশীলতা আসবে না।#
source : abna24