বাঙ্গালী
Thursday 2nd of May 2024
0
نفر 0

দোয়ায়ে কুমাইলের অনুষ্ঠান থেকে ৩৫ শিয়া আটক

গত বৃহস্পতিবার রাতে দোয়ায়ে কুমাইলের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ‘দারুল উলুমিল মুস্তাফা (স.)’ কেন্দ্রে সমবেত হয়েছিলেন মালয়েশিয়ার একদল শিয়া মুসলিম। তাদেরকে আটক করেছে জোহোর (JOHOR) প্রদেশের রিলিজিয়াস পুলিশ।
গত বৃহস্পতিবার রাতে দোয়ায়ে কুমাইলের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ‘দারুল উলুমিল মুস্তাফা (স.)’ কেন্দ্রে সমবেত হয়েছিলেন মালয়েশিয়ার একদল শিয়া মুসলিম। তাদেরকে আটক করেছে জোহোর (JOHOR) প্রদেশের রিলিজিয়াস পুলিশ।

হলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: গত বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে উল্লেখযোগ্য সংখ্যক আহলে বাইত (আ.) এর অনুসারীকে আটক করেছে মালয়েশিয়ার জোহোর প্রদেশের রিলিজিয়াস পুলিশ। মালয়েশিয়ান ঐ শিয়ারা দোয়ায়ে কুমাইল পাঠ ও আযাদারীর জন্য দারুল উলুমিল মুস্তাফা (স.) কেন্দ্রে সমবেত হয়েছিলেন।

ঐ অনুষ্ঠানে যোগ দিতে ৩৫ জনেরও বেশী স্থানীয় শিয়া মুসলিম ঐ কেন্দ্রে সমবেত হয়েছিলেন। রিলিজিয়াস পুলিশ দোয়ার অনুষ্ঠান পণ্ড করে দিয়ে ঐ ব্যক্তিদেরকে আটক করেছে।

এদিকে মালয়েশিয়া ইসলামিক পার্টির প্রধান ‘আব্দুল হাদী আওয়াঙ্গ’ জোহোর প্রদেশে শিয়াদেরকে আটকের নিন্দা জানিয়ে বলেছেন: শিয়ারাও মুসলিম। শিয়া ও সুন্নিদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

প্রসঙ্গত, দারুল উলুমিল মুস্তাফা (স.) কেন্দ্রে প্রতি সপ্তাহে দোয়ায়ে কুমাইল পাঠের আয়োজন করা হয়।#


source : abna24
0
0% (نفر 0)
 
نظر شما در مورد این مطلب ؟
 
امتیاز شما به این مطلب ؟
اشتراک گذاری در شبکه های اجتماعی:

latest article

যায় দিন ভালো, আসে দিন খারাপ!
মৃতের সংখ্যা ১০০ ছুঁতে পারে, ...
ভারতের বিরুদ্ধে পরমাণু বোমা ...
ধরা পড়ল আইএসআইএলে প্রশিক্ষিত ...
চলে গেলেন আয়াতুল্লাহ শাহরুখি
শিকাগোতে কৃষ্ণাঙ্গ কিশোর হত্যার ...
নগরনো-কারাবাখে একতরফা ...
ইয়েমেনে হামলাকারী সৌদি সেনাদের ...
মুসলিম বোন ও পর্দার হুকুম
সূরা ইউনুস;(৯ম পর্ব)

 
user comment