আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: গত বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে উল্লেখযোগ্য সংখ্যক আহলে বাইত (আ.) এর অনুসারীকে আটক করেছে মালয়েশিয়ার জোহোর প্রদেশের রিলিজিয়াস পুলিশ। মালয়েশিয়ান ঐ শিয়ারা দোয়ায়ে কুমাইল পাঠ ও আযাদারীর জন্য দারুল উলুমিল মুস্তাফা (স.) কেন্দ্রে সমবেত হয়েছিলেন।
ঐ অনুষ্ঠানে যোগ দিতে ৩৫ জনেরও বেশী স্থানীয় শিয়া মুসলিম ঐ কেন্দ্রে সমবেত হয়েছিলেন। রিলিজিয়াস পুলিশ দোয়ার অনুষ্ঠান পণ্ড করে দিয়ে ঐ ব্যক্তিদেরকে আটক করেছে।
এদিকে মালয়েশিয়া ইসলামিক পার্টির প্রধান ‘আব্দুল হাদী আওয়াঙ্গ’ জোহোর প্রদেশে শিয়াদেরকে আটকের নিন্দা জানিয়ে বলেছেন: শিয়ারাও মুসলিম। শিয়া ও সুন্নিদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
প্রসঙ্গত, দারুল উলুমিল মুস্তাফা (স.) কেন্দ্রে প্রতি সপ্তাহে দোয়ায়ে কুমাইল পাঠের আয়োজন করা হয়।#