গতকাল (শুক্রবার, ২১ অক্টোবর) ইরাকের কারকুক শহরের ৪৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে ‘দিবিস’ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে নিজেদেরকে বিস্ফোরিত করেছে আত্মঘাতী দুই ব্যক্তি।
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: ইরাক কর্তৃপক্ষ গতকাল (শুক্রবার) জানিয়েছেন, কারকুক শহরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সামনে আত্মঘাতী হামলায় প্রাণ হারিয়েছেন ১৬ ব্যক্তি।
প্রতিবেদনে বলা হয়েছে, আত্মঘাতী দুই ব্যক্তি কারকুকের ৪৫ কিলোমিটার উত্তর পশ্চিমে ‘দিবিস’ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সামনে নিজেদেরকে বিস্ফোরণের মাধ্যমে এ হামলা চালায়। এতে ৪ জন ইরানি টেকনিশিয়ানসহ অন্তত ১৬ ব্যক্তি প্রাণ হারিয়েছেন।
দিবিস শহরের মেয়র আব্দুল্লাহ নূরুদ্দীন আস-সালেহি ফরাসী বার্তা সংস্থাকে জানিয়েছে, হামলাটি শহরের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রকে লক্ষ্য করে চালানো হয়েছে; যা চালু করার দায়িত্ব একটি ইরানি কোম্পানিকে দেয়া হয়েছিল।
আত্মঘাতীরা নিরাপত্তা কর্মীদের সাথে সংঘর্ষের সময় বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ভবনের সামনে নিজেদেরকে বিস্ফোরিত করে। এতে ৪ ইরানিসহ ১৬ জন প্রাণ হারায়।
হামলায় অপর ৪ ব্যক্তি আহত হয়েছে বলে ইরাকি সূত্রগুলো জানিয়েছে। তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এ হামলার দায় স্বীকার করেছে।#
source : abna24