লিয়াকত আবাদ এলাকার শিয়া মসজিদে মোটরসাইকেল আরোহী দুই সন্ত্রাসী’র হামলায় অন্তত ১৯ জন পাকিস্তানি শিয়া মুসলিম হতাহত হয়েছেন।
আহলে বাইত (আ.) বার্তা সংস্থা –আবনা-: করাচী’র একটি শিয়া মসজিদে সন্ত্রাসী হামলায় এক কিশোর শহীদ এবং উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি আহত হয়েছেন।
করাচি পুলিশের এসপি ‘মোশতাক মেহের’ জানিয়েছেন: মোটরসাইকেল আরোহী দুই ব্যক্তি করাচীর লিয়াকত আবাদ এলাকার শিয়া মসজিদে একটি হাতবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়।
হামলায় ১৩ বছরের এক কিশোর শহীদ এবং অন্তত ১৮ জন আহত হয়েছেন। আহতদের মাঝে নারী ও শিশুরাও রয়েছে। আহতদের কারো কারো অবস্থা আশংকাজনক বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হামলায় আহতদেরকে আব্বাসী শহীদ সরকারি হাসপাতাল ভর্তি করা হয়েছে।
বলা হচ্ছে পাকিস্তানের সন্ত্রাসী গ্রুপ ‘লশকর-এ ঝাংভি’ এ হামলার সাথে জড়িত।
পাকিস্তানের এম ডব্লিউ এমে’র তরবিয়ত বিষয়ক বিভাগের প্রধান হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন সৈয়দ আহমাদ ইকবাল রাজাভি, আহতদেরকে দেখতে হাসপাতালে উপস্থিত হন।
এরপূর্বে পাকিস্তানে সন্ত্রাসী হামলা বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা।
জাতিসংঘ পাকিস্তানে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে এ সকল হামলার সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের প্রতি আহবান জানিয়েছে।
পাকিস্তানি শিয়াদের উপর হামলার নিন্দা জানিয়ে ইসলামাবাদ সরকারকে সন্ত্রাসী গ্রুপগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রতি আহবান জানিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।
প্রসঙ্গত, এম ডব্লিউ এমে’র চেয়ারম্যান আল্লামা রাজা নাসের আব্বাস জাফারি, পাকিস্তানের জনগণের নিরাপত্তা নিশ্চিত করণসহ বেশ কয়েক দফা দাবী নিয়ে দীর্ঘ ৯০ দিন যাবত অনশন কর্মসূচী পালন করার পর অবশেষে তিনি মারজাগণের নির্দেশ এবং আহলে বাইত (আ.) বিশ্বসংস্থার মহাসচিবের আহবানে অনশন ভঙ্গ করেন।#
source : abna24